Voter List: খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ তারিখ, নাম খুঁজবেন কীভাবে? জানাল কমিশন

বাংলার প্রথম ধাপের এসআইআর প্রক্রিয়া শেষ। বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের শেষ দিন। এরপরই শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। সেটি প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর বা মঙ্গলবার। এখন প্রশ্ন হল, এনুমারেশন ফর্ম তো জমা দিয়েছেন, এ বার খসড়া তালিকায় নাম রয়েছে কি না তা দেখবেন কীভাবে? আর এই বিষয়টা সম্পর্কেও বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement
খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৬ তারিখ, নাম খুঁজবেন কীভাবে? জানাল কমিশনপশ্চিমবঙ্গের ড্রাফ্ট ভোটার লিস্ট
হাইলাইটস
  • বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের শেষ দিন
  • এরপরই শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ
  • খসড়া তালিকায় নাম রয়েছে কি না তা দেখবেন কীভাবে?

বাংলার প্রথম ধাপের এসআইআর প্রক্রিয়া শেষ। বৃহস্পতিবারই ছিল এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের শেষ দিন। এরপরই শুরু হয়ে যাবে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। সেটি প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর বা মঙ্গলবার। এখন প্রশ্ন হল, এনুমারেশন ফর্ম তো জমা দিয়েছেন, এ বার খসড়া তালিকায় নাম রয়েছে কি না তা দেখবেন কীভাবে? আর এই বিষয়টা সম্পর্কেও বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন।

এক্ষেত্রে দুইভাবে নিজের নাম খুঁজে নিতে পারেন। প্রথমত হল, অনলাইনে নাম খোঁজা। আর দ্বিতীয়ত হল, অফলাইন পদ্ধতি। আসুন এই দুইভাবে নাম খোঁজার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক।

অনলাইন পদ্ধতি

এটাই হল সবথেকে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি বাড়ি বসেই খুঁজে ফেলতে পারবেন নিজের নাম। এক্ষেত্রে eci.gov.in বা ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে যান। এছাড়া চাইলে আপনি কমিশনের অ্যাপ বা ইসিআই নেট অ্যাপে গিয়েও নাম খুঁজে নিতে পারেন।

এই সব ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিজের নাম বা এপিক নম্বর দিয়ে সার্চ করুন। তাহলেই বুঝতে পারবেন আপনার নামটা রয়েছে কি না ভোটার লিস্টে। এই পদ্ধতিতে খুব সহজেই নামটা খুঁজে নিতে পারবেন।

অফলাইন পদ্ধতি

আপনার যদি অনলাইন পদ্ধতিতে সমস্যা থাকে, সেক্ষেত্রে অফলাইনেও নিজের নাম খুঁজে নিতে পারবেন। আর সেই কাজটা করারও কিছু পদ্ধতি রয়েছে। যেমন ধরুন-

১. রাজ্যের সব বিএলও-এর কাছে থাকবে খসড়া ভোটার তালিকা। সেক্ষেত্রে নিজের বিএলও-এর সঙ্গে যোগাযোগ করেও আপনি নিজের নাম রয়েছে কি না দেখে নিতে পারেন।

২. কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, সব স্বীকৃত রাজনৈতিক দলের কাছেই বুথভিত্তিক ভোটার লিস্ট দেওয়া হবে। তাই চাইলে তাদের কাছে গিয়েও জানতে পারেন আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কি না।

৩. এছাড়া রাজনৈতিক দলের কর্মী হিসেবে যারা এলাকার বুথ লেভেল এজেন্ট হিসেবে কাজ করেছেন, তাদের কাছেও থাকবে ভোটার লিস্ট। সেখান থেকেও নাম খুঁজে নিতে পারেন।

Advertisement

হিয়ারিং পর্ব

১৬ তারিখের পর শুরু হয়ে যায় হিয়ারিং পর্ব। এর এক মাস পর্যন্ত, অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত যোগ্য ভোটার তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আপিল করতে পারবেন। আবার অপর দিকে অযোগ্য ভোটারদের নাম মুছে দেওয়ার জন্য অভিযোগও করা যাবে এই সময়ের মধ্যেই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। 

POST A COMMENT
Advertisement