প্রতীকী ছবিরাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া। এনুমারেশন ফর্ম ফিলআপ ও সংগ্রহের কাজ। ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম না থাকলে তাদের বাবা-মায়ের তথ্য দিতে হচ্ছে। অনেকে আছেন যাঁরা নিজেদের বাবা-মায়ের পরিচয় জানেন না। তাঁরা কীভাবে SIR-এর ফর্ম ফিলআপ করবেন? এই সমস্যায় ভুক্তোভোগী এই রাজ্যের বৃহন্নলারা। কপালে চিন্তার ভাঁজ।
সোমবার বৃহন্নলারা বেশ কয়েকটি সংগঠন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দেখা করেন। সাংবাদিকদের তাঁরা জানান, "আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন। অনেকের নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় রয়েছে। কিন্তু যাঁদের নাম নেই, তাঁরা কি গুরু মায়ের নাম ব্যবহার করতে পারেন? এই প্রশ্ন করতে আসেন।
নির্বাচন কমিশন কী জানিয়েছে?
নির্বাচন কমিশন বৃহন্নলাদের ওই সংগঠনগুলির পাশে থাকার বার্তা দিয়েছে। তাঁদের কোনও রকম অসুবিধা হবে না বলে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সিইও দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন। পাশাপাশি, তাঁরা যেন কোনও রকম হেনস্থার সম্মুখীন না হন, সেটাও নজরে রাখতে হবে জেলাশাসকদের।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে SIR চলাকালীন ভুয়ো ও মৃত ভোটার চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করবে নির্বাচন কমিশন। ছবি দেখে ভুয়ো ও মৃত ভোটারকে চিহ্নিত করবে AI। ভোটার ডাটাবেসে থাকা ছবি জুড়ে মুখের মিল বিশ্লেষণ করবে। এরপর AI সিস্টেম একাধিক স্থানে রেজিস্টার্ড ব্যক্তিদের সনাক্ত করতে সাহায্য করবে।