বোতাম চাপলেই গরম হয়ে যাবে শরীর, বাজারে হাজির হিটার জ্যাকেট, দাম নামমাত্র

কলকাতাতে তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির আশেপাশে। রাজ্যের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নীচে। ফলে বাইরে বের হওয়াই মুশকিল। এমন পরিস্থিতিতে আপনাকে স্বস্তি দিতে পারে 'হিটার জ্যাকেট'।

Advertisement
বোতাম চাপলেই গরম হয়ে যাবে শরীর, বাজারে হাজির হিটার জ্যাকেট, দাম নামমাত্রহিটার জ্যাকেট বাজারে হিট
হাইলাইটস
  • রাজ্যের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নীচে।
  • এমন পরিস্থিতিতে আপনাকে স্বস্তি দিতে পারে 'হিটার জ্যাকেট'।
  • এই জ্যাকেট সম্পর্কে আরও কিছু কথা জেনে নেওয়া যাক।

শহরে শীতের দাপট অব্যাহত। কলকাতাতে তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রির আশেপাশে। রাজ্যের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নীচে। ফলে বাইরে বের হওয়াই মুশকিল। এমন পরিস্থিতিতে আপনাকে স্বস্তি দিতে পারে 'হিটার জ্যাকেট'। 

আসলে এই জ্যাকেটটি একটি ইলেকট্রিক ফিচার সম্পন্ন জ্যাকেট। এটির ভিতরে লাগানো হিটিং এলিমেন্টগুলি ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে কাজ করে। যখন হিটিং এলিমেন্টগুলি পাওয়ার নেয় তখন  সেগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে ও তাপ উৎপাদন করে।

যারা স্কুটার ও বাইক চালান, অথবা পার্কে ভোরে হাঁটতে যান তাঁদের জন্য এই তাপ-উৎপন্ন করা জ্যাকেটগুলি নিঃসন্দেহে দারুণ কার্যকর প্রমাণিত হবে। এবার এই জ্যাকেট সম্পর্কে আরও কিছু কথা জেনে নেওয়া যাক।

Amazon.in-এ এই ইলেকট্রিক জ্যাকেটটি লিস্টেড রয়েছে। এই জ্যাকেটকে একটি USB কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে যুক্ত করা যায়। এই জ্যাকেটের দাম রয়েছে প্রায় ৩০১৫ টাকা। তবে পাওয়ার ব্যাঙ্কটি আলাদাভাবে কিনতে হবে। 

এই অ্য়ামাজনেই আরেকটি তাপ-উৎপাদনকারী জ্যাকেট পাওয়া যাচ্ছে। এটির দাম রয়েছে ৪,৯৯৭ টাকা। এই জ্যাকেটটি S থেকে 6XL পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধে হল এটি ইউনেসেক্স জ্যাকেট।

এছাড়াও জ্যাকেটে পাওয়ার ব্যাঙ্ক না লাগানোর ব্যবস্থাও রয়েছে। যারা পাওয়ার ব্যাঙ্কের ঝামেলা এড়াতে চান, তাঁরা রিচার্জেবল ইলেকট্রিক হিটিং জ্যাকেট কিনতে পারেন। এই জ্যাকেটের দাম রয়েছে ৮৪১৫ টাকা।

বাইক প্রস্তুতকারক কোম্পানি রয়্যাল এনফিল্ডেরও  একটি তাপ-উৎপাদনকারী হিটার জ্যাকেট রয়েছে। এটির দাম রয়েছে ৬,৪৫৬ টাকা। এতে একটি অন-অফ সুইচ রয়েছে। 

POST A COMMENT
Advertisement