PF Withdraw UPI: UPI দিয়ে বা ATM থেকে ঠিক কত টাকা PF তোলা যাবে? জরুরি তথ্য

ইপিএফও (Employees' Provident Fund Organization)-র গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে ইউপিআই (UPI) এবং এটিএম-এর মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা। চলতি বছরের জুন মাস থেকেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। শ্রম মন্ত্রক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র যৌথ উদ্যোগে এই পরিবর্তন আনা হচ্ছে।

Advertisement
UPI দিয়ে বা ATM থেকে ঠিক কত টাকা PF তোলা যাবে? জরুরি তথ্যপিএফ-এর টাকা তোলা।-কোলাজ
হাইলাইটস
  • ইপিএফও (Employees' Provident Fund Organization)-র গ্রাহকদের জন্য সুখবর।
  • এবার থেকে ইউপিআই (UPI) এবং এটিএম-এর মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা।

ইপিএফও (Employees' Provident Fund Organization)-র গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে ইউপিআই (UPI) এবং এটিএম-এর মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা। চলতি বছরের জুন মাস থেকেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। শ্রম মন্ত্রক এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)-র যৌথ উদ্যোগে এই পরিবর্তন আনা হচ্ছে।

ইউপিআই ও এটিএমের মাধ্যমে পিএফ টাকা তোলার সুবিধা:
শ্রম মন্ত্রকের সচিব সুমিতা দাওরা জানিয়েছেন, আগামী জুন মাস থেকে সরাসরি ইউপিআই অ্যাপ বা এটিএম ব্যবহার করেই গ্রাহকরা তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এতদিন পিএফের টাকা তুলতে ক্লেম আবেদন করতেও অনেক সময় লাগত। কিন্তু এবার থেকে ইউপিআই অ্যাপে লগইন করে মুহূর্তেই টাকা তোলা যাবে।

সর্বোচ্চ ১ লক্ষ টাকা তোলার অনুমতি:
নতুন ব্যবস্থায় গ্রাহকরা তাৎক্ষণিকভাবে সর্বাধিক ১ লক্ষ টাকা তুলতে পারবেন। জরুরি প্রয়োজনে এই ব্যবস্থা গ্রাহকদের আর্থিক সংকট মোকাবিলায় বিশেষ সহায়ক হবে।

মাত্র তিন দিনে ক্লেম অ্যাপ্রুভাল:
নতুন নিয়মে পিএফের টাকা তোলার আবেদন করলে মাত্র তিনদিনের মধ্যেই তা অ্যাপ্রুভ হয়ে যাবে। বর্তমানে ৯৫ শতাংশ ক্লেম প্রক্রিয়াই অটোমেটেড হয়ে গিয়েছে। ভবিষ্যতে এটি আরও সহজ করা হবে বলে জানিয়েছেন শ্রম মন্ত্রকের সচিব।

বাড়ি নির্মাণ, উচ্চশিক্ষা ও বিয়ের জন্য সুবিধা:
এই নতুন সিস্টেমের মাধ্যমে পিএফ গ্রাহকরা সহজেই বাড়ি নির্মাণ, উচ্চশিক্ষা ও বিয়ের জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। গ্রাহকদের অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পিএফের টাকা স্থানান্তর করার সুবিধা থাকছে।

পেনশনভোগীদের জন্যও বিশেষ সুবিধা:
শুধু পিএফ গ্রাহক নন, পেনশনভোগীরাও পাবেন বিশেষ সুবিধা। গত ডিসেম্বর থেকে ৭৮ লক্ষ পেনশনভোগী যে কোনও ব্যাঙ্ক শাখা থেকে টাকা তুলতে পারছেন। এর ফলে পেনশনভোগীদের ব্যাংক সংক্রান্ত ঝামেলা অনেকটাই কমেছে।

ইপিএফও-র ক্রমবর্ধমান সদস্য সংখ্যা:
বর্তমানে ইপিএফও-তে ৭.৫ কোটিরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছেন এবং প্রতি মাসে নতুন করে প্রায় ১০ থেকে ১২ লক্ষ সদস্য যোগ হচ্ছেন। নতুন ব্যবস্থার ফলে গ্রাহকদের টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement