EPFO Withdrawal Rules: উত্সবের মরসুমে অনেকেই PF থেকে টাকা তুলে খরচ সামাল দেওয়ার চেষ্টা করছেন। ঋণ না নিয়ে যাতে পুজোর খরচ সামলে নেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে, নানা ভুল বা অবাঞ্ছিত কারণে PF থেকে টাকা তোলার হিড়িক পড়ে গিয়েছে। এখানেই লাগাম দিল Employees’ Provident Fund Organisation (EPFO)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে EPFO জানিয়েছে, ভুয়ো বা ইনভ্যালিড কারণে যদি কোনও গ্রাহক PF থেকে টাকা তোলেন, তাহলে সেই টাকা রিকভার করে নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে EPFO র। এমনকী মোটা অঙ্কের জরিমানাও হতে পারে গ্রাহকের। সুদ সহ টাকা ফেরত দিতে হবে গ্রাহককে।
যখন ইচ্ছে টাকা তোলা যাবে না
অনেক গ্রাহক মনে করছিলেন, যে কোনও কারণে যখন ইচ্ছে PF থেকে টাকা তোলা যাবে। সেরকম একটি প্রবণতা শুরুও হয়েছিল। কিন্তু EPFO কড়া গাইডলাইন জারি করে দিল। বর্তমান গাইডলাইনে রয়েছে, অবসরের সময় অথবা গ্রাহকের বয়স ৫৮ হলে PF এর টাকা তুলতে পারেন। এছাড়া মেডিক্যাল এমার্জেন্সি, সন্তানের পড়াশোনা, বিয়ে ও বাড়ি তৈরির জন্য আংশিক তোলা যাবে।
Withdrawing PF for wrong reasons can led to Recovery under EPF Scheme 1952.
— EPFO (@epfoofficial) September 22, 2025
Protect your future, use PF only for the right needs. Your PF is your lifelong safety shield!#EPFO #EPFOwithYou #HumHainNa #ईपीएफओ@PMOIndia @narendramodi @LabourMinistry @MIB_India @mansukhmandviya… pic.twitter.com/HMxUpWFair
EPFO এবার গাইডলাইনে স্পষ্ট জানিয়ে দিল, PF থেকে টাকা তুলতে হলে, কী কারণে টাকা তুলছেন, তার কারণ ও প্রামাণ্য নথি দিতে হবে। যদি দেখা যায়, নথিতে গোলমাল বা ফেক কোনও কারণে টাকা তোলার চেষ্টা হচ্ছে, তাহলে EPFO সেই আবেদন খারিজ করে দেবে। আর যদি ভুয়ো নথি সাবমিট করে কেউ টাকা তোলেন, তাহলে EPFO তা রিকভার করে নেবে। শুধু মূল টাকাই নয়, সেক্ষেত্রে সুদ ও জরিমানা সহ EPFO কে টাকা ফেরত দিতে হবে গ্রাহককে।
EPFO র তরফে অফিসিয়াল সতর্কবার্তা
X হ্যান্ডেলে EPFO জানিয়েছে, 'EPF Scheme ১৯৫২ আইন অনুযায়ী ফেক কারণে টাকা তুললে তা রিকভারি করার পূর্ণ অধিকার রয়েছে EPFO র। একমাত্র খুব দরকার ও ভ্যালিড কারণেই PF থেকে টাকা তোলা যাবে। মনে রাখবেন, আপনার PF হল সারা জীবনের সঞ্চয়।'
PF থেকে টাকা কখন তোলা যাবে?
EPF Scheme ১৯৫২ আইন অনুযায়ী, সন্তানের বিয়ে, উচ্চশিক্ষার খরচ, জরুরি চিকিত্সার খরচ, গুরুতর রোগ, বাড়ি কেনা বা তৈরি, এই সব ক্ষেত্রেই PF থেকে টাকা তোলা যাবে। কিন্তু এই সব কারণ দেখিয়ে টাকা তোলার পরে যদি কেউ ওই টাকা অন্য খাতে খরচ করেন, তাতেও শাস্তি হবে। যেমন কোনও গ্রাহক যদি বাড়ি কেনা বা তৈরির কারণ দেখিয়ে PF থেকে টাকা তুলে অন্য খাতে খরচ করতে শুরু কেন, তাহলে EPFO সেই টাকা রিকভার করে নেবে। একই সঙ্গে পেনাল্টি ও সুদও গুনতে হবে গ্রাহককে।