EPFO Rule Change: PF এর টাকাই 'পেনশন'! নতুন নিয়মগুলি না জানলে পস্তাবেন

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে(EPFO) টাকা তোলার নতুন নিয়ম। এবার আরও দ্রুত ও সহজে PF এর টাকা তুলতে পারবেন।

Advertisement
PF এর টাকাই 'পেনশন'! নতুন EPFO Rule Change না জানলে পস্তাবেনPF যখন পেনশন, কীভাবে? জানুন।
হাইলাইটস
  • এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে(EPFO) টাকা তোলার নতুন নিয়ম।
  • এবার আরও দ্রুত ও সহজে PF এর টাকা তুলতে পারবেন।
  • নতুন নিয়মে দিওয়ালি, ভাইফোঁটার আগে সহজে টাকা তুলতে পারবেন।

EPFO Rule Change: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে(EPFO) টাকা তোলার নতুন নিয়ম। এবার আরও দ্রুত ও সহজে PF এর টাকা তুলতে পারবেন। অনেকেই অবশ্যই ইতিমধ্যেই এই বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। আর সেই কারণেই গুগল সার্চে বর্তমানে এটি ট্রেন্ডিং টপিক। আর সেই বিষয়েই জানতে পারবেন এই প্রতিবেদনে।

EPFO র নতুন নিয়ম

৭৫% PF ইনস্ট্যান্ট তুলে নিন:
নতুন নিয়মে কারও চাকরি চলে গেলে সঙ্গে সঙ্গে ৭৫% PF ব্যালেন্স উইথড্র করে নেওয়া যাবে। বাকি ২৫% কী হবে? চাকরি যাওয়ার পর ১২ মাসেও নতুন কিছু না জুটলে, সেক্ষেত্রে এই ২৫% তুলতে পারবেন।

মিনিমাম ব্যালেন্স:
টাকা তোলার সময় অ্যাকাউন্টে মিনিমাম ২৫% PF রাখা আবশ্যিক। এই নিয়মের লক্ষ্য একটাই। আমজনতার যাতে ক্রমেই সুদবাবদ আয় বাড়তে থাকে। তার পাশাপাশি যাতে প্রত্যেকের একটি রিটায়ারমেন্ট ফান্ড তৈরি হয়। বর্তমানে বেসরকারি চাকরিতে পেনশন নেই। আর সেই কারণেই পিএফ এ টাকা জমানো খুবই গুরুত্বপূর্ণ। 

নতুন নিয়মে টাকা তোলা অনেক সহজ:
আগে ১৩ ধরণের নিয়ম ছিল। এখন মাত্র ৩টি ক্যাটেগরিতে ঢোকানো হয়েছে:

১. অত্যাবশকীয় খরচ (চিকিৎসা, এডুকেশন, বিয়ে)

২. হাউজিং 

৩. এমার্জেন্সি 

ফলে টাকা তোলার নিয়ম আগের তুলনায় অনেক সহজ হয়েছে। জটিলতাও আগের তুলনায় অনেক কম।

পুরো টাকা তোলার জন্য ওয়েটিং টাইম বৃদ্ধি:
EPS ব্যালেন্সের পুরো টাকাই তুলে নিতে চাইলে, সেক্ষেত্রে ৩৬ মাস অপেক্ষা করতে হবে। আগে এটা কেবল ২ মাস ছিল। লোকে যাতে হঠকারী সিদ্ধান্তে পিএফ এর পুরো ব্যালেন্স তুলে না নেন, তা নিশ্চিত করতেই এই নিয়ম।

পেনশনের এলিজিবিলিটি 
যদি কোনও সরকারি কর্মী ১০ বছর কাজ করেন, সেক্ষেত্রে ৫৮ বছর বয়সে গেলেই পেনশন পাবেন।

এমার্জেন্সি সিচুয়েশনে কিছুটা টাকা তুলতে পারবেন:
হাউজিং বা মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে EPS থেকে আংশিক ব্যালেন্স তুলে নিতে পারবেন।

নতুন নিয়মের প্রভাব

ফ্লেক্সিবিলিটি বাড়বে:
চাকরি না থাকলে সেক্ষেত্রে PF এর টাকা দ্রুত তুলে নেওয়া যাবে। সংসার খরচ টানা বা ব্যবসা শুরুর জন্য ভাল।

রিটায়ারমেন্টের সময় সিকিওরিটি বাড়বে
মিনিমাম ব্যালেন্স ধরে রাখার নিয়ম ও ওয়েটিং টাইম বাড়ানোর ফলে লং টার্মে সেভিংসের প্রবণতা বাড়বে।

Advertisement

পুরো প্রসেসটাই Easy to Understand করা হয়েছে:
কী কী শর্তে টাকা তোলা যাবে, তার অনেক সরলীকরণ করা হয়েছে। এর ফলে কম ডকুমেন্ট দিয়েই খুব দ্রুত টাকা তোল যাবে।

লং টার্মে আর্থিক নিরাপত্তা:
EPS এর টাকা তোলার সময় সংক্রান্ত নিয়মে অনেক বদল আনা হয়েছে। এর ফলে লং টার্মে আর্থিক নিরাপত্তা বাড়বে। মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য় এটি খুবই গুরুত্বপূর্ণ।

এক কথায়, এই নতুন নিয়মাবলী চাকরিজীবীদের জন্য খুবই সুবিধাজনক। এবার থেকে PF এর টাকা তোলা আগের তুলনায় আরও সহজ হবে। তার পাশাপাশি কেউ যাতে একবারেই সব টাকা তুলে ফেলেন, সেদিকেও নজর রাখবে EPFO।

POST A COMMENT
Advertisement