EPFO গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে সুদের টাকা, এভাবে চেক করুন নিজের ব্যালেন্স

EPFO নির্ধারিত সময়সীমার আগেই PF অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে। এর অর্থ হল সরকার পূর্বে ঘোষিত ৮.২৫ শতাংশ হারে PF সুদ অ্যাকাউন্টে আসবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়সীমার আগেই ৯৬.৫১ শতাংশেরও বেশি ইপিএফও অ্যাকাউন্টে জমা হয়েছে। বাকিটা সম্ভবত এই সপ্তাহেই হয়ে যাবে। সুদের পর আপনার পিএফ ব্যালেন্স কত হল? কীকরে চেক করবেন? দেখুন। পাঁচটি উপায়ে চেক করতে পারেন।

Advertisement
EPFO গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে সুদের টাকা, এভাবে চেক করুন নিজের ব্যালেন্সকীভাবে দেখবেন PF ব্যালেন্স

EPFO নির্ধারিত সময়সীমার আগেই PF অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে। এর অর্থ হল সরকার পূর্বে ঘোষিত ৮.২৫ শতাংশ হারে PF সুদ অ্যাকাউন্টে আসবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮.২৫ শতাংশ হারে পিএফ সুদ নির্ধারিত সময়সীমার আগেই ৯৬.৫১ শতাংশেরও বেশি ইপিএফও অ্যাকাউন্টে জমা হয়েছে। বাকিটা সম্ভবত এই সপ্তাহেই হয়ে যাবে। সুদের পর আপনার পিএফ ব্যালেন্স কত হল? কীকরে চেক করবেন? দেখুন। পাঁচটি উপায়ে চেক করতে পারেন।

EPFO ব্যালেন্স কীভাবে চেক করবেন?

১. UMANG অ্যাপ ব্যবহার করে
UMANG অ্যাপ ডাউনলোড করুন।
মোবাইল নম্বর এবং OTP দিয়ে লগইন করুন।
EPFO- পাসবুক-এ নেভিগেট করুন।
ব্যালেন্স দেখতে UAN এবং OTP লিখুন।

২. EPFO ওয়েবসাইটে
epfindia.gov.in দেখুন
ক্লিক করুন: Services → For Employees
Member Passbook
UAN এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন।

৩. মিসড কলের মাধ্যমে
রেজিস্টার্ড নম্বর থেকে 9966044425 নম্বরে একটি মিসড কল দিন।
সর্বশেষ পিএফ ব্যালেন্স সহ একটি এসএমএস পাবেন।

৪. এসএমএসের মাধ্যমে
EPFOHO UAN ENG লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠান।

৫. DigiLocker এর মাধ্যমে
UAN কে DigiLocker এর সাথে লিঙ্ক করুন।
অ্যাপ বা ওয়েবসাইট থেকে PF ব্যালেন্স এবং স্টেটমেন্ট অ্যাক্সেস করুন।
ENG এর পরিবর্তে আপনার ভাষা কোড যেমন HIN, TAM ইত্যাদি ব্যবহার করুন।

POST A COMMENT
Advertisement