Farmers Scheme: বছরে মিলবে ১২ হাজার টাকা, কৃষকদের জন্য সরকারের ধামাকা স্কিম, কীভাবে আবেদন

দেশের কৃষকদের সাহায্যের জন্য রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা  বা পিএম কিষাণ যোজনা। এই প্রকল্পে  প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। সরাসরি ৩টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু এমন কিছু প্রকল্প রয়েছে, যার মাধ্যমে কৃষকরা বছরে আরও বেশি টাকা পেতে পারেন। 

Advertisement
বছরে মিলবে ১২ হাজার টাকা, কৃষকদের জন্য সরকারের ধামাকা স্কিম, কীভাবে আবেদনকৃষকদের জন্য বিশেষ প্রকল্প।
হাইলাইটস
  • দেশের কৃষকদের সাহায্যের জন্য রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা।
  • এই প্রকল্পে  প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের।
  • এমন কিছু প্রকল্প রয়েছে, যার মাধ্যমে কৃষকরা বছরে আরও বেশি টাকা পেতে পারেন। 

দেশের কৃষকদের সাহায্যের জন্য রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ যোজনা। এই প্রকল্পে প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। সরাসরি ৩টি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। কিন্তু এমন কিছু প্রকল্প রয়েছে, যার মাধ্যমে কৃষকরা বছরে আরও বেশি টাকা পেতে পারেন।

কৃষকদের সাহায্যের জন্য বিভিন্ন রাজ্য সরকার নানা প্রকল্প এনেছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি ওড়িশা সরকারের। এই প্রকল্পটি হল কালিয়া যোজনা, যা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার চেয়েও বেশি আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও, তেলঙ্গানার রায়থু বন্ধু যোজনাও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার চেয়ে বেশি আর্থিক সহায়তা প্রদান করে।

এই বছরও কালিয়া এবং রায়থু বন্ধু প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করছে। ওড়িশা সরকারের কালিয়া প্রকল্প এখনও চলছে এবং এই প্রকল্পের ১১তম কিস্তি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। এই প্রকল্পটি ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সাহায্য করে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র কৃষকদের বার্ষিক ১০ হাজার টাকা করে দেওয়া হয়। এর পাশাপাশি, বিমার সুবিধাও দেওয়া হয়।

তেলেঙ্গনা সরকার চলতি বছরের জানুয়ারি থেকে রায়থু বন্ধু প্রকল্পটি পুনরায় চালু করেছে। এই প্রকল্পের আওতায়, প্রতি একর জমিতে বার্ষিক ১২ হাজার টাকা দেওয়া হয়। 

কালিয়া প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন? 

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট krushak.odisha.gov.in-এ যান। এরপর, হোমপেজে Apply Online লিঙ্কে ক্লিক করুন। এবার আধার নম্বরটি দিন এবং Show অপশনে ক্লিক করুন। আবেদনপত্রটি পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। জমা দেওয়ার পরে আপনি একটি অ্যাপ নম্বর পাবেন, যা নিজের কাছে সুরক্ষিত রাখুন।

এই প্রকল্পের অধীনে আপনি তিন থেকে চারটি ধাপে আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে অফিসিয়াল পোর্টাল rythubharosa.telangana.gov.in-এ যেতে হবে। তারপরে Apply Online অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বর, জমির রেকর্ড এবং ব্যাঙ্কের বিবরণ দিতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং ফর্ম জমা দিন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement