2026 Holidays: ২০২৬ সালের ছুটির লিস্ট, দেখে বেড়ানোর প্ল্যান করে নিন

আজ বছরের প্রথম দিন। এই দিন প্রায় সকলেই ছুটি কাটাচ্ছেন। পরিবার-পরিজনের সঙ্গে কাটাচ্ছেন সময়। আর এই বিশেষ দিনেই জেনে নিন বছরে কোন কোন দিন ছুটি পেতে পারেন। সেই মতো নিজের ভ্যাকেশন করে নিতে পারেন প্ল্যান। এমনকী অফিসেও ছুটি চেয়ে নিতে পারেন। তাই আর সময় নষ্ট না করে সেই লিস্টটা দেখে নিন।

Advertisement
২০২৬ সালের ছুটির লিস্ট,  দেখে বেড়ানোর প্ল্যান করে নিন২০২৬ সালের ছুটি
হাইলাইটস
  • বছরে কোন কোন দিন ছুটি পেতে পারেন
  • সেই মতো নিজের ভ্যাকেশন করে নিতে পারেন প্ল্যান
  • এমনকী অফিসেও ছুটি চেয়ে নিতে পারেন

আজ বছরের প্রথম দিন। এই দিন প্রায় সকলেই ছুটি কাটাচ্ছেন। পরিবার-পরিজনের সঙ্গে কাটাচ্ছেন সময়। আর এই বিশেষ দিনেই জেনে নিন বছরে কোন কোন দিন ছুটি পেতে পারেন। সেই মতো নিজের ভ্যাকেশন করে নিতে পারেন প্ল্যান। এমনকী অফিসেও ছুটি চেয়ে নিতে পারেন। তাই আর সময় নষ্ট না করে সেই লিস্টটা দেখে নিন।

  • ২০২৬ সালে আপনি প্রথম জাতীয় ছুটি পাবেন ২৬ জানুয়ারি। এটা পড়েছে সোমবার। তাই চাইলে কেউ শুক্রবার রাতে বেরিয়ে সোমবার পর্যন্ত ঘুরে আসতে পারেন।
  • এরপর আবার হোলিতে পাবেন ছুটি। এই উৎসব বুধবার ৪ মার্চ পালিত হবে। তাই রবিবার থেকে একবার টানা ছুটি নিয়ে বেড়িয়ে আসতেই পারেন এই সময়।
  • বেশ কিছু রাজ্য রাম নবমীতে ছুটি দেয়। আর এবার রাম নবমী পড়েছে মার্চ ২৬-এ। সেটা হল বৃহস্পতিবার। তাই সেই মতো ছুটি প্ল্যান করে ফেলতে পারেন।
  • মার্চের ৩১ তারিখ রয়েছে মহাবীর জয়ন্তী। এটা পড়েছে মঙ্গলবার। এর আগে-পিছুও নিয়ে ফেলতে পারেন ছুটি।
  • এপ্রিল ৩ হল গুড ফ্রাইডে। এর সঙ্গে শনি এবং রবি মিলিয়ে নিলেই লম্বা ছুটি। ঘুরে আসতেই পারেন কোথাও একটা।
  • ১ মে রয়েছে বুদ্ধপূর্ণিমা। এটাও শুক্রবার। এই ছুটিতেও লম্বা উইকএন্ড পেতে পারেন।
  • ১৫ অগাস্ট পড়ছে শনিবার। স্বাধীনতা দিবস উপলক্ষে এই দিন ছুটি পাবেন। সঙ্গে রবিবার মিলিয়ে ঘুরে আসুন।
  • গান্ধী জয়ন্তী রয়েছে ২ অক্টোবর। এটা পড়েছে শুক্রবার। তাই এই দিনটাও ঘুরে চলে আসুন।
  • ১৭ তারিখ শুরু দুর্গাপুজো। সেই দিন মহাষষ্ঠী। আর ২১ অক্টোবর হল দশমী। তাই এই সময়টাও লম্বা ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন।
  • নভেম্বর ৮ তারিখ পড়ছে দীপাবলি বা কালীপুজো। এই দিনটা আবার রবিবার। তাই চাইলে এই সময়ও ঘুরে আসতে পারেন।
  • এছাড়া নভেম্বর ২৪-এ পালিত হবে গুরু নানক জয়ন্তী। এটা হল মঙ্গলবার। তাই এখান থেকেও ছুটি প্ল্যান করে নিতে পারে।
  • আর বছরের শেষে রয়েছে ক্রিসমাস উইক। আপনি চাইলেই ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি নিয়ে কোথাও ঘুরে আসতে পারেন।

এছাড়াও একাধিক ছুটি পেতে পারেন। যেমন বাংলায় সরস্বতীপুজোর ছুটি পাবেন। সেই সঙ্গে মিলবে জন্মাষ্ঠমীর ছুটি। তাই এই ছুটিগুলি মাথায় রেখেই প্ল্যান করুন বেড়ানোর। সেই মতো অফিসেও ছুটি চেয়ে রাখুন। ব্যাস, তাতেই আপনি সঠিক সময় ঘুরে আসতে পারবেন। 

 

POST A COMMENT
Advertisement