scorecardresearch
 

Fixed Deposit Best Rates: FD-তে ৯ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে ব্যাঙ্ক, ডিপোজিট করলেই মালামাল

Fixed Deposit: ফিক্সড ডিপোজিট(FD) এখনও আমজনতার পছন্দের বিনিয়োগ মাধ্যম। কিছুক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতেই ৯% বা তারও বেশি সুদের হার মেলে। ফলে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে ভাল রিটার্ন পেতে ফিক্সড ডিপোজিট সত্যিই বেশ ভাল অপশন।

Advertisement
ফা ফা
হাইলাইটস
  • ফিক্সড ডিপোজিট(FD) এখনও আমজনতার পছন্দের বিনিয়োগ মাধ্যম। কিছুক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতেই ৯% বা তারও বেশি সুদের হার মেলে।
  • ফলে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে ভাল রিটার্ন পেতে ফিক্সড ডিপোজিট সত্যিই বেশ ভাল অপশন। বিশেষত বেশ কিছুটা সঞ্চয়ের টাকা থাকলে এই ধরনের বিভিন্ন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যেতেই পারে।
  • এমন বেশ কিছু জায়গা আছে, যেখানে ফিক্সড ডিপোজিট করলে ৯% বা তারও বেশি সুদ পাবেন। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোথায় কোথায় স্থায়ী আমানতে এমন সুদ পাবেন। 

Fixed Deposit: ফিক্সড ডিপোজিট(FD) এখনও আমজনতার পছন্দের বিনিয়োগ মাধ্যম। কিছুক্ষেত্রে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতেই ৯% বা তারও বেশি সুদের হার মেলে। ফলে নিরাপদ বিনিয়োগের মাধ্যমে ভাল রিটার্ন পেতে ফিক্সড ডিপোজিট সত্যিই বেশ ভাল অপশন। বিশেষত বেশ কিছুটা সঞ্চয়ের টাকা থাকলে এই ধরনের বিভিন্ন ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করা যেতেই পারে।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের পাশাপাশি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলিতেও ফিক্সড ডিপোজিটে ভাল সুদের হার রয়েছে।

৯ শতাংশের বেশি সুদ
ফিক্সড ডিপোজিট করবেন ভাবছেন? সেক্ষেত্রে জেনে রাখুন, এমন বেশ কিছু জায়গা আছে, যেখানে ফিক্সড ডিপোজিট করলে ৯% বা তারও বেশি সুদ পাবেন। আসুন জেনে নেওয়া যাক ঠিক কোথায় কোথায় স্থায়ী আমানতে এমন সুদ পাবেন। 

আরও পড়ুন

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
তালিকায় সবার আগে নাম আসে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের। সাধারণ গ্রাহকরা পাবেন ৯% সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৯.৫% সুদ পাচ্ছেন। 

এখানে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে এই হারে সুদ পাবেন। এখানে বিভিন্ন মেয়াদের বিনিয়োগে ৪% থেকে ৯%-এর মধ্যে সুদ পাবেন। 

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ১,০০১ দিনের স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকদের জন্য় ৯% এবং প্রবীণ নাগরিকদের ৯.৫% সুদ পেতে পারেন। 

এই ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের ৫০১ দিনের FD-তে ৯.২৫% সুদ এবং ৭০১ দিনের মেয়াদে ৯.৪৫% সুদ দেওয়া হচ্ছে। 

ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
তালিকায় পরবর্তী নামটি হল Fincare Small Finance Bank। এখানে ৭৫০ দিনের FD-তে সর্বোচ্চ ৯.২১ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেও গ্রাহকদের জন্য় বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতে ৩.৫% থেকে ৯% পর্যন্ত সুদ পাবেন। 

Advertisement

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা ৩৬৫ দিন, অর্থাৎ এক বছরের স্থায়ী আমানতে সর্বাধিক ৯% সুদ পাবেন। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে এটি ৮.৫% হবে। নিরাপদ বিনিয়োগ হিসাবে এটিও নেহাৎ কম নয়। 

Advertisement