Fixed Deposits With High Return: রেপো রেট বৃদ্ধির পর এখন ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হারও অনেকটাই বেড়েছে। তাই অনেকেই এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন। যেমন, এই বেসরকারি ব্যা্কে মাত্র ১৫-১৮ মাসের স্থায়ী আমানতে ৭.৭৫% হারে সুদ পাওয়া যাচ্ছে।
দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা HDFC Bank ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়েছে (Fixed Deposit Interest Rate Hike)। ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, নতুন হারগুলি আজ, ২৪ জানুয়ারি, ২০২৩ থেকেই কার্যকর হয়েছে।
HDFC Bank সুদের হার পরিবর্তনের পর, এখন সাধারণ মানুষ ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে HDFC Bank ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ হারে সুদ দেবে। এইচডিএফসি ব্যাঙ্ক এখন ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের সর্বোচ্চ ৭% এবং প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৭৫% হারে সুদ দেবে।
আরও পড়ুন: TAX বাঁচিয়ে সঞ্চয়, ৮% সুদ পোস্ট অফিসের এই স্কিমে
সাধারণ গ্রাহকদের জন্য HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার:
• ব্যাঙ্ক এখন থেকে ৭ দিন থেকে ২৯ দিনের জন্য খোলা ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ হারে সুদ দিচ্ছে।
• HDFC ব্যাঙ্ক এখন ৩০ দিন থেকে ৪৫ দিনের জন্য খোলা ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
• HDFC ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ৬ মাসের জন্য খোলা ফিক্সড ডিপোজিটে ৪.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে।
• ব্যাঙ্ক ৬ মাস থেকে ৯ মাসের জন্য খোলা ফিক্সড ডিপোজিটে ৫.৭৫ শতাংশ হারে সুদ দেবে৷
• HDFC ব্যাঙ্ক ৯ মাস ১ দিন থেকে ১ বছরের জন্য খোলা ফিক্সড ডিপোজিটে ৬ শতাংশ হারে সুদ দিচ্ছে।
• ব্যাঙ্ক ১২ মাস থেকে ১৫ মাসের জন্য খোলা স্থায়ী আমানতে ৬.৬০ শতাংশ হারে সুদ দেবে।
• HDFC ব্যাঙ্ক আজ থেকে ১৫ মাস থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দেবে।
প্রবীণ নাগরিকদের জন্য HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার:
• প্রবীণ নাগরিকরা তাদের ৭ দিন থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদী স্থায়ী আমানতে HDFC ব্যাঙ্কের সাধারণ গ্রাহকদের চেয়ে ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ পাবেন।
• প্রবীণ নাগরিকরা ৫ বছর থেকে ১০ বছরের স্থায়ী আমানতে ৭৫ বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত সুদ পাবেন।
• HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেনস কেয়ার এফডি স্কিম প্রবীণ নাগরিকদের ৭৫ বেসিস পয়েন্ট (bps) অতিরিক্ত সুদ দেয়।
• প্রবীণ নাগরিকদের জন্য HDFC ব্যাঙ্কের এই বিশেষ স্থায়ী আমানত ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বৈধ।