Fixed Deposit-এ 8.4% সুদ! ৩ বছরের FD-তে মালামাল হবেন এই ব্যাঙ্কগুলিতে

১ কোটি টাকার কমে, ৩ বছরের এফডি-ত  (নন-সিনিয়র সিটিজেন) কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা নিচে দেওয়া হল। দেখে নিন এক নজরে-

Advertisement
Fixed Deposit-এ 8.4% সুদ! ৩ বছরের FD-তে মালামাল হবেন এই ব্যাঙ্কগুলিতেফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে।
হাইলাইটস
  • যাঁরা ফিক্সড ডিপোজিটেই বেশিরভাগ বিনিয়োগ করেন, তাঁদের লাভ কমেছে।
  • প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটেই বেশি বিনিয়োগ করেন।
  • টাকার কমে, ৩ বছরের এফডি-ত  (নন-সিনিয়র সিটিজেন) কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা নিচে দেওয়া হল।

Highest FD interest rates July 2025: বছরের শুরুতে রেপো রেট কমিয়ে ৫.৫ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এই সিদ্ধান্তে পরোক্ষভাবে প্রভাব পড়ছে সঞ্চয়কারীদের উপর। বিশেষত যাঁরা ফিক্সড ডিপোজিটেই বেশিরভাগ বিনিয়োগ করেন, তাঁদের লাভ কমেছে। প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটেই বেশি বিনিয়োগ করেন। ফলে তাঁদের জন্য কিছুটা চিন্তার বিষয় বটে।

উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক ও কানারা ব্যাঙ্ক-সহ একাধিক বড় ব্যাঙ্ক জুন ২০২৫ থেকে ১০ থেকে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত এফডি ইন্টারেস্ট রেট কমিয়েছে।

এমতাবস্থায়, অনেকেই এমন কোনও ব্যাঙ্ক খুঁজছেন যেখানে এখনও তুলনামূলকভাবে সুদের হার কিছুটা বেশি। ৪ জুলাই ২০২৫ পর্যন্ত আপডেট অনুযায়ী, ১ কোটি টাকার কমে, ৩ বছরের এফডি-ত  (নন-সিনিয়র সিটিজেন) কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা নিচে দেওয়া হল। দেখে নিন এক নজরে-

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এই ব্যাঙ্কেই সবচেয়ে বেশি সুদ। ৩ বছরের এফডি-তে ৮.৪ শতাংশ সুদ পাবেন। অর্থাৎ, ১ লক্ষ টাকা তিন বছরে বেড়ে দাঁড়াবে ১.২৫ লক্ষ টাকা।

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
সুদের হার ৮ শতাংশ। তিন বছরে ১ লক্ষ টাকা বেড়ে হবে ১.২৪ লক্ষ।

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭.৭৫ শতাংশ সুদের হারে ১ লক্ষ টাকা তিন বছরে বেড়ে হবে ১.২৩ লক্ষ।

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
সুদের হার ৭.৬ শতাংশ। ১ লক্ষ টাকা তিন বছরে পৌঁছবে ১.২৩ লক্ষে।

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭.৫ শতাংশ হারে তিন বছরে ১ লক্ষ টাকা বাড়বে ১.২৩ লক্ষে।

বন্ধন ব্যাঙ্ক ও ডিসিবি ব্যাঙ্ক
এই দুই ব্যাঙ্কই ৭.৪ শতাংশ সুদ দিচ্ছে। ১ লক্ষ টাকা তিন বছরে হবে ১.২২ লক্ষ।

Advertisement

জে অ্যান্ড কে ব্যাঙ্ক
সুদের হার ৭.৩ শতাংশ। ১ লক্ষ টাকা হবে ১.২২ লক্ষ।

ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
৭.২৫ শতাংশ হারে তিন বছরে ১ লক্ষ টাকা পৌঁছবে ১.২২ লক্ষে।

আরবিএল ব্যাঙ্ক ও এউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
এই দুই ব্যাঙ্ক ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। তিন বছরে ১ লক্ষ টাকা বাড়বে ১.২১ লক্ষে।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিএসবি ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ও ইয়েস ব্যাঙ্ক
এই চার ব্যাঙ্কই ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। ফলে, তিন বছরে ১ লক্ষ টাকা দাঁড়াবে ১.২১ লক্ষে।

ব্যাঙ্কের নাম সুদের হার (৩-বছরের FD) ১ লক্ষ টাকা বেড়ে কত হবে
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.4% ₹1,25,000
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 8.0% ₹1,24,000
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 7.75% ₹1,23,000
ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 7.6% ₹1,23,000
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 7.5% ₹1,23,000
বন্ধন ব্যাঙ্ক 7.4% ₹1,22,000
ডিসিবি ব্যাঙ্ক 7.4% ₹1,22,000
J&K ব্যাঙ্ক 7.3% ₹1,22,000
ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 7.25% ₹1,22,000
আরবিএল ব্যাঙ্ক 7.1% ₹1,21,000
এউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 7.1% ₹1,21,000
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 7.0% ₹1,21,000
সিএসবি ব্যাঙ্ক 7.0% ₹1,21,000
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 7.0% ₹1,21,000
ইয়েস ব্যাঙ্ক 7.0% ₹1,21,000

সুদ কমেছে, এখন বিনিয়োগের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত?
আর্থিক পরামর্শদাতারা বলছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ‘ল্যাডারিং স্ট্র্যাটেজি’ নিতে হবে। অর্থাৎ, একসঙ্গে এক জায়গায় সব টাকা না রেখে, বিভিন্ন মেয়াদের একাধিক এফডি খুলতে হবে।

ধরুন কোনও অবসরপ্রাপ্ত ব্যক্তির সারাজীবনের সঞ্চয় ২০ লক্ষ টাকা। সেক্ষেত্রে তিনি একসঙ্গে ২০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট না করে, ৪-৫ লক্ষ টাকা করে বিভিন্ন মেয়াদে ও সুদের হারে বিনিয়োগ করতে পারেন। এতে বছর-বছর এফডি ম্যাচিওর হতে থাকবে। নতুন করে বিনিয়োগের পরিকল্পনাও করতে পারবেন। 

POST A COMMENT
Advertisement