Smart Tiffin Box: টিফিন বক্সেই অটোমেটিক গরম হবে খাবার, সস্তায় বিকোচ্ছে দিওয়ালি সেলে

দীপাবলিতে নিজেকে বা প্রিয়জনকে কিছু গিফট দিতে চান? তাহলে আজ একটা ইউনিক আইটেমের খবর দিই আপনাকে। এই সেরা আইটেমটি হল ইলেকট্রিক লাঞ্চ বক্স। এটি নিজের জন্য বা গিফট দেওয়ার জন্য কিনতে পারেন। তাতে একাধিক ফিচারও মিলবে। যার ফলে টিফিন খাওয়ার এক্সপেরিয়েন্স হয়ে উঠবে অনন্য।

Advertisement
টিফিন বক্সেই অটোমেটিক গরম হবে খাবার, সস্তায় বিকোচ্ছে দিওয়ালি সেলেস্মার্ট টিফিন বক্স
হাইলাইটস
  • ইলেকট্রিক লাঞ্চ বক্স খাবারকে গরম রাখতে পারে
  • মাইক্রোওয়েভ ব্যবহারের প্রয়োজন পড়বে না
  • খাবারের দিকে নজর রাখারও দরকার নেই

দীপাবলিতে নিজেকে বা প্রিয়জনকে কিছু গিফট দিতে চান? তাহলে আজ একটা ইউনিক আইটেমের খবর দিই আপনাকে। এই সেরা আইটেমটি হল ইলেকট্রিক লাঞ্চ বক্স। এটি নিজের জন্য বা গিফট দেওয়ার জন্য কিনতে পারেন। তাতে একাধিক ফিচারও মিলবে। যার ফলে টিফিন খাওয়ার এক্সপেরিয়েন্স হয়ে উঠবে অনন্য।

এই ইলেকট্রিক লাঞ্চ বক্স খাবারকে গরম রাখতে পারে। তাই আপনার আর মাইক্রোওয়েভ ব্যবহারের প্রয়োজন পড়বে না। এমনকী বারবার খাবারের দিকে নজর রাখারও দরকার নেই। এই লাঞ্চ বক্স খাবারকে অটোমেটিক্যালি গরম করবে। যার ফলে মিটে যাবে খাবার গরম করার ঝক্কি। 

ভাবছেন কোথায় পাবেন এমন প্রোডাক্ট? তাহলে শুনুন,  এই আইটেমটি আপনি পেয়ে যাবে যে কোনও ই-কমার্স সাইটে।

কীভাবে কাজ করে এই লাঞ্চ বক্স?
এই ধরনের হাজার প্রোডাক্ট রয়েছে। তবে সেগুলির মধ্যে Milton's Futron Portable Stainless Steel Electric Lunch Box আপনি দেখতেই পারেন। এই টিফিনকারি অফিসে নিয়ে যেতেই পারেন। এই টিফিন বক্সে পাবেন ৪টে ৪০০ এমএল-এর বক্স। যাতে অনেক খাবারই ধরে যাবে।

ভ্রমণের সময়ও সঙ্গে রাখুন
আসলে আমরা যখন দূরে কোথাও ভ্রমণ করি, তখন হাতের কাছে মাইক্রোওয়েভ থাকে না। তবে এই সমস্যার সহজ সমাধান করে দিতে পারে ইলেকট্রিক লাঞ্চ বক্স। কারণ, এই বক্সে খাবার নিজের থেকেই গরম হয়। এটিতে খাবার রাখলে আপনাকে সে দিকে তাকাতেই হবে না। কারণ, এতে টেম্পারেচার কন্ট্রোল রয়েছে। যার ফলে খাবার ওভারহিটিং হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, এই টিফিন বক্সে রয়েছে অটো শাট অফ ফিচার। যার ফল খাবার বেশি গরমও হবে না। 

নিজের ডেস্কেই খাবার গরম করতে পারবেন
এই টিফিন বক্সটি অফিসে ব্যবহারের জন্য দারুণ। এক্ষেত্রে নিজের ডেস্কে বসেই ৩০ মিনিটে খাবার গরম করে নিতে পারবেন। আপনাকে মাইক্রোওয়েভ ব্যবহার করতেই হবে না। শুধু আপনাকে এই টিফিন বক্সকে পাওয়ার পয়েন্টে লাগিয়ে দিতে হবে। তাতেই কাজ হবে। দেখবেন গরম হয়ে যাবে খাবার।

Advertisement

দাম কত?
মিল্টনের এই টিফিন বাক্সটির দাম ১৩৮৫ টাকা। তবে আপনি যে কোনও ই-কমার্স সাইটে আরও একাধিক অপশন পেয়ে যাবেন। নিজের পছন্দমতো কোনও একটি কিনে নিতে পারেন। তাতে আদতে আপনার টিফিন করার ঝক্কি কমবে।

 

POST A COMMENT
Advertisement