scorecardresearch
 

Rose Valley: রোজভ্যালি চিটফান্ডে টাকা ডুবেছিল? ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু, কীভাবে আবেদন, বিস্তারিত

বেসরকারি অর্থ লগ্নিকারি সংস্থা রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে পথে বসেছিলেন অনেক আমানতকারী। তবে এবার সরকারের তরফ থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’। সেই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে। এরপর সেই আবেদনের ভিত্তিতেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। 

Advertisement
টাকা ফেরত পাবেন আমানতকারীরা টাকা ফেরত পাবেন আমানতকারীরা

বেসরকারি অর্থ লগ্নিকারি সংস্থা রোজভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে পথে বসেছিলেন অনেক আমানতকারী। তবে এবার সরকারের তরফ থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’। সেই ওয়েবসাইটে রোজভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করতে হবে। এরপর সেই আবেদনের ভিত্তিতেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি। 

কীভাবে আবেদন করবেন?
শুরুতে www.rosevalleyadc.com ওয়েবসাইটে যেতে হবে। প্রথমে ডানদিকে আপলোড সার্টিফিকেট অপশনে যেতে হবে। এই পেজ খুললে আপনি দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে। ইনভেস্টর, নমিনি ও আদারস। আপনার নামেই যদি পলিসি থাকে তা হলে ইনভেস্টর অপশনে ক্লিক করবেন। আর পলিসি করা সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকেন তবে তাঁর পরিবারের সদস্যরা টাকা ফেরত পেতে ক্লিক করবেন নমিনি অপশনে। 

প্রথম ধাপ
প্রথম ধাপ

এবার দেখতে হবে আপনার ইনভেস্টমেন্ট ফর্মে কী লেখা রয়েছে। আপনি কোন জায়গায় ইনভেস্ট করেছিলেন তা আগে দেখতে হবে। তা সিলেক্ট করতে হবে। এরপর ধাপে ধাপে ফর্ম ফিলাপ করতে হবে। ফোন নম্বরটা অবশ্যই সঠিক দেবেন। পাশাপাশি ডকুমেন্টের মধ্যে আঁধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ডের মধ্যে যে কোনও একটি বা দু'টি রাখতে হবে। তবে দেখতে হবে যে ক'টি আইডেন্টিটি কার্ড দেবেন তাতে আপনার নাম, বয়স যেন একই থাকে।

আরও পড়ুন

দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপ

 

এরপর ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। অনেক ক্ষেত্রেই এমনটা হতে পারে আপনি যখন টাকা জমা দিয়েছিলেন, তখন যে অ্যাকাউন্ট ছিল তা বন্ধ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্টের নম্বরও দিতে পারেন। তবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না। এরপর দিতে হবে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর। যা আপনার সার্টিফিকেটেই রয়েছে। বাকি সমস্ত কিছু ফিলাপ করে আপলোড করতে হবে। 

Advertisement

 

কী কী ডকুমেন্ট লাগবে?

আপলোড করার পর আরও একটি ওয়েবপেজ খুলে যাবে। সেখানে বেশকিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমেই লাগবে আপনার রোজভ্যালির সার্টিফিকেট। এরপর আঁধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ডের মধ্যে যে কোনও একটি আপলোড করতে হবে। এরপর দুই নম্বরে দিতে হবে আপনার ঠিকানার প্রমাণ। এর জন্য ইলেকট্রিক বিল দিলেই হবে। লাগবে ব্যাঙ্ক পাস বই। যে ব্যাঙ্কে আপনারা টাকা নিতে চান, সেই ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতাটা দিলেই হবে। এরপর তা সাবমিট করে দিলেই কাজ হয়ে যাবে।                     
   

Advertisement