দক্ষিনবঙ্গের সঙ্গে দুর্গাপুজোয় সব সময়ই পিছিয়ে উত্তরবঙ্গ। জাঁক জমকে, আয়োজনে, সবেতেই তাঁরা পিছিয়ে থাকেন। শুধু কলকাতায় যতগুলি পুজো হয়, উত্তরবঙ্গে সব মিলিয়ে তত পুজো সম্ভবত হয় না। তবে কালীপুজোর ক্ষেত্রে ছবিটা অনেকটাই আলাদা। তাই কালীপুজোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন উত্তরবঙ্গের বাসিন্দারা।
জেলায় জেলায়
এক জেলার লোক অন্য জেলায় যান পুজো দেখতে। আবার অনেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কয়েক দিনের ছুটি নিয়ে তরাই-ডুয়ার্স-পাহাড় এবং সঙ্গে কালীপুজো দেখতে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেন। যাঁরা অন্য জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হাজির হন, তাদের জন্য একটি তালিকা তৈরি করার চেষ্টা করা হয়েছে। পুজোগুলি দেখলে মন ভরে যাবে।
শিলিগুড়ি
সবার প্রথমেই উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শিলিগুড়ি। এখানে কালীপুজো দুর্গাপুজোর তুলনায় সংখ্যায় কম। কিন্তু প্রতিটি পুজোই আকর্ষণীয়। তার মধ্য়ে সেরা পুজোগুলি তুলে ধরার চেষ্টা করা হলো।
১. বিবেকানন্দ ক্লাব (ভিএনসি) হাকিমপাড়া, ২. গ্লোব ট্রটার্স স্পোর্টিং ক্লাব (জিটিএস নামেই বিখ্যাত), ভুটিয়া মার্কেট, ৩. তরুণ সঙ্ঘ (টিএস), হাকিমপাড়া ৪, বিধান স্পোর্টিং ক্লাব, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড, ৫. উল্কা ক্লাব, শাস্ত্রী নগর, ৬. রয়্যাল ট্রর্টাস ক্লাব (আরটিএস), সেবক রোড, ৭. এলিট, (পায়েল সিনেমা হলের পাশে), ৮. দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাব (ফুলেশ্বরী বাজার), ৯. সন্ধানী, সুভাষপল্লি
জলপাইগুড়ি
১. আদরপাড়া ত্রিনয়নী ক্লাব, ২. মুনলাইট ক্লাব যুবমঞ্চ, ৩. দেশবন্ধুনগর উত্তরপল্লি ক্লাব, তৃণসাথী দাদাভাই ক্লাব, ৪. স্বস্তিকা ক্লাব, ৫.যুবকল্যাণ সমিতি, ৬. ইউরেকা ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাজেশন ৭. সঙ্ঘশ্রী ক্লাব
উত্তর দিনাজপুর
১. রমেন্দ্রপল্লি সর্বজনীন, ২. জাগরণী সঙ্ঘ, ৩. নেতাজি পাঠাগার ক্লাব, ৪ ইসলামপুর আমবাগান কলোনি, ৫. মুনলাইট ক্লাব, ৬. বিপিএস ক্লাব, ৭ রবীন্দ্র স্পোটিং ক্লাব, ৮. সুকান্ত সঙ্ঘ
দক্ষিণ দিনাজপুর
১. সাড়ে তিন নম্বর মোড় ক্লাব, ২. মিলন সঙ্ঘ, ৩ বাদামাইল বিবাদীসু সঙ্ঘ, ৪. খেয়ালি সঙ্ঘ, ৫. বালুরঘাট ক্লাব, ৬ যুবশ্রী ক্লাব, ৭. বুড়াকালীবাড়ি ৮. পঞ্চমুণ্ডির আসন
আলিপুরদুয়ার
১. সবুজ সঙ্ঘ, ২. রবীন্দ্র সঙ্ঘ, ৩. কাঁঠালতলা সারদা সঙ্ঘ, ৪. রেল টিটিদের পুজো
কোচবিহার
১. বড়তারা দীপনারায়ণ ব্যায়ামাগার ২. আমতলা ইউনিট. ৩. পামতলা ইউনিট, ৪. খাগরাবাড়ি স্পোর্টিং ক্লাব, ৫. ডিএনপি স্পোর্টিং ক্লাব, ৬. দিনহাটা নাম নেই সঙ্ঘ, ৭. দিনহাটা মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়, ৮. তুফানগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম, ৯ নতুন বাজার তরুণ সঙ্ঘ
ফালাকাটা
১. তরুণ দল, ২. হাটখোলা ইউনিট, ৩. সুভাষপল্লি ইউনিট, ৪. ভেনাস ক্লাব, ৫. উদয় সঙ্ঘ
ধুপগুড়ি
১. এসটিএস ক্লাব ২. বৈরাতিগুড়ি সর্বজনীন ৩. এভারগ্রিন ক্লাব ৪. শান্তি সঙ্ঘ, ৫. নেতাজিপাড়া কালচারাল ক্লাব
ময়নাগুড়ি
১. সাগরদ্বীপ ক্লাব ২. জাগরণী সঙ্ঘ ৩. ইষ্টার্ন ইয়ং অ্যাসোসিয়েশন, ৪.হেলাপাকরি ক্লাব, ৫. আরআরএ ক্লাব, ৬. মাতৃ সঙ্ঘ
মালবাজার
১. মালবাজার সৎকার সমিতি, ২. বিবেকানন্দ ক্লাব, ৩. সংঘমিত্রা ক্লাব, ৪. বাঘাযতীন স্পোর্টিং ক্লাব, ৫. কলোনি যুবকবৃন্দ, ৬. গোল্ডেন অ্যারো মালবাজার, ৭. স্পোর্টিং ইউনিয়ন ক্লাব, ৮. ওদলাবাড়ি নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব, ৯. ওদলাবাড়ি মোহন স্পোর্টিং, ১০. জাতীয় তরুণ সঙ্ঘ, ১১. ফ্রেন্ডস কনকারেন্স ক্লাব
মালদহ
১. পল্লীশ্রী ৮৬, ২. কুতুবপুর বিপ্লবী সঙ্ঘ, কুতুবপুর, ৩. ঝলঝলিয়া যুবকবৃন্দ, ঝলঝলিয়া, ৪. ইউথ ক্লাব, ৫. জামতলি দক্ষিণাকালী. ৬ দিশারী ক্লাব, ৭. বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন, ৮. আইহো বাজার সর্বজনীন, ৯. মধ্যক কেন্দুয়াপল্লি উন্নয়ন সমিতি, ১০. মঙ্গলবাড়ি বাঘাযতীন সঙ্ঘ, ১১. গাজল কদুবাড়ি দেশবন্ধু ক্লাব, ১২. চাঁচল টেন জুয়েলস, ১৩. চাঁচল যুবকবৃন্দ, ১৪. মালতীপুর কালীবাড়ি, ১৫. হরিশ্চন্দ্রপুর রক্তবিন্দু ক্লাব, ১৬. পিপলা জলকালী সর্বজনীন, ১৭. রতুয়া লস্করপুর সর্বজনীন।