Hero Xtreme 160R 4V এর নতুন Combat Edition আসছে! দাম কত? জানলে অবাক হবেন

নতুন রূপে আসছে Hero Xtreme 160R 4V। এখনও পর্যন্ত সংস্থা আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ডেট ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যের ডিলারশিপে ইতিমধ্যেই এই নতুন মডেল আসতে শুরু করেছে।

Advertisement
Hero Xtreme 160R 4V এর নতুন Combat Edition আসছে! দাম কত? জানলে অবাক হবেনহিরো এক্সট্রিমের নতুন ভার্সান আসছে।
হাইলাইটস
  • নতুন রূপে আসছে Hero Xtreme 160R 4V।
  • এখনও পর্যন্ত সংস্থা আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ডেট ঘোষণা করেনি।
  • তবে সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যের ডিলারশিপে ইতিমধ্যেই এই নতুন মডেল আসতে শুরু করেছে।

নতুন রূপে আসছে Hero Xtreme 160R 4V। এখনও পর্যন্ত সংস্থা আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ডেট ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, দেশের বিভিন্ন রাজ্যের ডিলারশিপে ইতিমধ্যেই এই নতুন মডেল আসতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় নতুন মডেলের একাধিক ভিডিও ঘুরছে। আর তাই নিয়েই জল্পনা তুঙ্গে উঠেছে। Xtreme 160R 4V এর এই মডেলটিকে Combat Edition বলা হচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটি হেডল্যাম্প ইউনিটে। নতুন LED হেডলাইট সেটআপ দেওয়া হয়েছে। দেখতে অনেকটাই Xtreme 250R এর মতো। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও বদলেছে। নতুন মডেলে নেগেটিভ এলসিডি ডিসপ্লে রয়েছে। 250R এ এই নেগেটিভ ডিসপ্লেই রয়েছে।

এখানেই শেষ নয়। নতুন মডেলে বেশ কিছু প্রিমিয়াম ফিচারও যোগ হয়েছে,

• Ride by wire থ্রটল
• ক্রুজ কন্ট্রোল
• তিনটি রাইড মোড

হ্যান্ডেলের দু’পাশের নতুন সুইচগিয়ারের আছে। সেগুলি দিয়েই রাইড মোড কন্ট্রোল করা যাবে। নতুন গ্রাফিক্সও দেওয়া হয়েছে। কালার কম্বিনেশনও দারুণ। বাইকটি আগের চেয়েও অনেক বেশি স্পোর্টি দেখতে লাগছে।

তবে ইঞ্জিনের দিক থেকে সবকিছু আগের মতোই থাকছে। অর্থাৎ, 163.2cc র এয়ার ওয়েল কুল্ড, 4 ভাল্‌ভ ইঞ্জিন। 16.6 bhp এবং 14.6 Nm টর্ক। সঙ্গে ফাইভ স্পিড গিয়ারবক্স। সাসপেনশনের জন্য KYB র USD ফর্ক এবং মনোশক রয়েছে। সামনে ও পিছনে ডিস্ক ব্রেক। ডুয়াল চ্যানেল ABS রয়েছে।

কবে লঞ্চ হতে পারে?
সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন Hero Xtreme 160R 4V এর লঞ্চের ঘোষণা করা হতে পারে। দাম কত? স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের (Delhi ex-showroom ₹1.30 লাখ) তুলনায় এই Combat Edition এর দাম কিছুটা বেশি হতে পারে। সেটাই স্বাভাবিক। স্পেশাল এডিশনের দাম একটু বেশিই হয়। 

POST A COMMENT
Advertisement