দিনে ৫ ঘন্টা রুম হিটার চালালে কত টাকা বিল আসে? হিসেব বুঝে নিন

গোটা রাজ্য জুড়ে প্রবল শৈত্য প্রবাহ চলছে। অনেকেই ঠান্ডায় বেশ কাবু। এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যা, বয়স্ক ও শিশুদের নিয়ে। ঠান্ডা এদের ক্ষেত্রে খুব দ্রুত লেগে যায়। জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই ঘরের জন্য হিটার কিনছেন। অবস্থা এমন যে দোকানগুলিতে হিটার পেতেও সমস্যা হয়ে যাচ্ছে। কেনার আগে জেনে নিন কয় সময় হিটার চালালে কত টাকা বিল আসতে পারে।

Advertisement
দিনে ৫ ঘন্টা রুম হিটার চালালে কত টাকা বিল আসে? হিসেব বুঝে নিনরুম হিটার

গোটা রাজ্য জুড়ে প্রবল শৈত্য প্রবাহ চলছে। অনেকেই ঠান্ডায় বেশ কাবু। এই অবস্থায় সবচেয়ে বেশি সমস্যা, বয়স্ক ও শিশুদের নিয়ে। ঠান্ডা এদের ক্ষেত্রে খুব দ্রুত লেগে যায়। জ্বর, সর্দি, কাশির সমস্যা দেখা যায়। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই ঘরের জন্য হিটার কিনছেন। অবস্থা এমন যে দোকানগুলিতে হিটার পেতেও সমস্যা হয়ে যাচ্ছে। কেনার আগে জেনে নিন কয় সময় হিটার চালালে কত টাকা বিল আসতে পারে।    

কত টাকা খরচ হয়?
হিটার চালালে বাজারে ৪০০ ওয়াট থেকে ১,০০০ ওয়াটের রুম হিটার কিনলেই ছোট বা মাঝারি মাপের ঘর গরম করে নেওয়া যেতে পারে। ৪০০ ওয়াট থেকে ১,০০০ ওয়াটের রুম হিটারের দাম মোটামুটি ৮৫০ টাকা থেকে ১,৫০০ টাকা। এবার প্রশ্ন হচ্ছে রাতে অন্তত ঘণ্টা ছয়েক চালাতে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হতে পারে? ১,০০০ ওয়াটের রুম হিটারের ক্ষেত্রে দৈনিক খরচ মোটামুটি ৫০ টাকা। অর্থাৎ, মাসে বিদ্যুতের খরচ মোটামুটি ১,৫০০ টাকা। ১৫০০ ওয়াট হিটার দিনে ৫ ঘন্টা ৯০ দিন বিদ্যুৎ ইউনিট মূল্য ৮ টাকা হলে, মোট খরচ প্রায় ৫,৪০০ টাকা প্রতি শীত।

সঠিক হিটার নির্বাচন
ভুল হিটার বেছে নিলে বিদ্যুৎ বিল হাজার হাজার টাকা বেড়ে যেতে পারে। আবার কম দামের হিটার অনেক সময় জরুরি নিরাপত্তা সুবিধাবিহীন হয়। যেহেতু শীতকালে হিটার প্রতিদিন ও দীর্ঘ সময় ব্যবহার করা হয়, তাই কয়েক বছরের কথা মাথায় রেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের।

হিটার কেনার আগে নিজের প্রয়োজন মূল্যায়ন করা সবচেয়ে জরুরি। ঘরের আয়তন এখানে সবচেয়ে বড় বিষয়। ১০×১০ ফুটের ছোট ঘরের জন্য যে হিটার যথেষ্ট, ১৫০২০ ফুটের বড় ঘরে সেটি কার্যকর হবে না। জানালার সংখ্যা, ছাদের উচ্চতা ও ঘরের অবস্থানও প্রভাব ফেলে। হিটার সব সময় আসবাব, পর্দা বা বিছানা থেকে অন্তত ২ ফুট দূরে রাখতে হবে। ছোট ও ভরাট ঘরে নিরাপদভাবে হিটার বসানোর জায়গা আছে কি না, সেটিও বিবেচনায় রাখা জরুরি।

Advertisement

রুম হিটার প্রচুর বিদ্যুৎ খরচ করে, বিশেষ করে প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহার হলে মাথায় রাখবেন যে সমস্ত বিষয়

BEE রেটিং বেশি হলে বিদ্যুৎ খরচ কম
থার্মোস্ট্যাট: প্রয়োজন অনুযায়ী তাপ নিয়ন্ত্রণ
ইকো মোড: কম ওয়াটেজে আরামদায়ক উষ্ণতা
টাইমার ফাংশন: অপ্রয়োজনে চালু থাকা রোধ করে
সাধারণভাবে, অয়েল-ফিলড ও সিরামিক হিটার বেশি কার্যকর ও বিদ্যুৎ সাশ্রয়ী।

POST A COMMENT
Advertisement