Money You Need to Retire: রোজ রোজ সেই অফিস। লোকাল ট্রেনের ভিড়, বসের বকুনি, টার্গেট। ঘুম থেকে উঠে অফিস, অফিস থেকে ফিরে ঘুম। এই একঘেয়ে জীবন বাঁচতেই কি জন্মেছিলাম? অনেকেই মনে মনে নিজেকে এই প্রশ্ন করেন। কিন্তু উপায় নেই। মধ্যবিত্তের জীবনটাই এমন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আজই যদি রিটায়ার করা যেত? সারাদিন শুধুই শুয়ে বসে, ঘুমিয়ে, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কেটে যেত। মাঝে মাঝে বেড়াতেও যেতে পারতেন। কিন্তু জীবনে তো বাঁচতে গেলে মিনিমাম কিছু টাকা লাগে! কিন্তু সেই টাকার অঙ্কটা কত? তার একটা আবছা হিসাব পাবেন bangla.aajtak.in এর আজকের প্রতিবেদনে। এখানে হিসাবের সুবিধার জন্য একজনের মাসিক খরচ ৩০,০০০ টাকা ধরা হল। সেই হিসাবে এখনই অবসর নেওয়ার জন্য কত টাকা লাগবে? ভারতীয়দের গড় আয়ু, মুদ্রাস্ফীতি (Inflation) এবং ফিক্সড ডিপোজিটের সুদের হার মাথায় রেখে হিসেব করলেই বোঝা যাবে।
গড় আয়ু ও মুদ্রাস্ফীতি
ভারতে পুরুষদের গড় আয়ু প্রায় ৭০ বছর। বর্তমানে গড় মুদ্রাস্ফীতি ৬% ধরা হয়েছে। আর ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে গড় বার্ষিক সুদের হার ৬.৫%। এই তিনটি ফ্যাক্টরের ভিত্তিতে অবসর নেওয়ার জন্য প্রয়োজনীয় ফান্ডের হিসেব করা যেতে পারে।
আরও পড়ুন: অবসরের পরেও যদি ৩০ বছর বাঁচেন, ঠিক কত টাকা, কীভাবে জমালে নিশ্চিন্ত? মাইনের হিসেব রইল
যদি এখন আপনার বয়স ৩০ বছর হয়
ধরা যাক আপনার বয়স ৩০ বছর। মানে আরও কমপক্ষে ৪০ বছর আপনাকে রোজগার ছাড়াই জীবন চালাতে হবে।
১. মাসিক খরচ এখন ৩০,০০০ টাকা। বছরে দাঁড়াচ্ছে ৩.৬ লাখ টাকা।
২. ৬% হারে মুদ্রাস্ফীতি ধরলে ২০ থেকে ৩০ বছর পর সেই খরচ অনেক বেড়ে যাবে।
৩. গড়ে ৬.৫% হারে ফিক্সড ডিপোজিট থেকে সুদ পেলেও খরচ মেটাতে অনেক বড় ফান্ডের প্রয়োজন হবে।
হিসেব অনুযায়ী, ৩০ বছর বয়সেই অবসর নিতে হলে আপনার কমপক্ষে ৬ থেকে ৭ কোটি টাকার ফান্ড লাগবে।
যদি ৪০ বছর বয়সে অবসর নিতে হয়
আপনার বয়স যদি এখন ৪০ হয়, তাহলে অবসরের পর প্রায় ৩০ বছর চলতে হবে।
১. মাসিক খরচ ৩০,০০০ টাকা ধরলে বছরে ৩.৬ লাখ টাকার প্রয়োজন।
২. মুদ্রাস্ফীতি ধরলে আগামী বছরগুলিতে এই খরচ অনেকটাই বাড়বে।
৩. ফিক্সড ডিপোজিটের সুদ কেটে হিসেব করলে, এই খরচ সামলাতে যথেষ্ট সঞ্চয় রাখতে হবে।
হিসেব অনুযায়ী, ৪০ বছর বয়সে অবসর নিলে আপনার প্রায় ৪ থেকে ৪.৫ কোটি টাকার ফান্ড প্রয়োজন।
যদি আপনার বয়স এখন ৫০ বছর হয়
৫০ বছর বয়সে অবসর নিলে গড়ে আরও ২০ বছর চলতে হবে।
১. মাসিক খরচ ৩০,০০০ টাকা অনুযায়ী বছরে ৩.৬ লাখ টাকা।
২. আগামী ১০ থেকে ১৫ বছরে মুদ্রাস্ফীতির কারণে খরচ দ্বিগুণের কাছাকাছি হবে।
৩. ৬.৫% সুদ ধরলে বেশ মোটা অঙ্কেরই ফান্ড প্রয়োজন।
হিসেব অনুযায়ী, এখন, ৫০ বছর বয়সে অবসর নিলে আপনার প্রায় ২ থেকে ২.৫ কোটি টাকার ফান্ড প্রয়োজন।
বেশিরভাগ মধ্যবিত্ত চাকরিজীবীর পক্ষেই এভাবে হঠাৎ করে চাকরি ছাড়া সম্ভব নয়। তবে এই হিসেবগুলি দেখতে যে ভাল লাগে, তা বলাই যায়। তবে বাস্তব এটাই যে, এখন থেকেই আপনাকে ভবিষ্যতের, অর্থাৎ রিটায়ারমেন্টের প্ল্যানিং করতে হবে।
শুধু ফিক্সড ডিপোজিট নয়, মিউচুয়াল ফান্ড, পেনশন স্কিম, রিয়েল এস্টেটের মতো বিনিয়োগও গুরুত্বপূর্ণ।
৬০ বছর বয়সে রিটায়ার করলে কত টাকা নিয়ে অবসর নিতে হবে? সেই হিসাব দেখতে এখানে ক্লিক করুন।