Buy Gold Jewellery: বিয়ের মরসুমে কিনবেন সোনার গয়না? এই সব টিপস না মানলেই ঠকবেন

সামনেই বিয়ের মরসুম। আর ভারতে বিয়ে মানেই সোনা। এই ধাতু যে শুভ কাজে মাস্ট। তাই বিয়ের সিজন আসতেই ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে সোনার গয়না কেনার ধুম। জুয়েলারির দোকানগুলির ভিতর জমা হচ্ছে ভিড়। তবে সোনার গয়না কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি। নইলে আদতে ঠকতে হবে। তাই আর সময় নষ্ট না করে সেই সব দিকগুলি সম্পর্কে জেনে নিন।

Advertisement
বিয়ের মরসুমে কিনবেন সোনার গয়না? এই সব টিপস না মানলেই ঠকবেন সোনার গয়না
হাইলাইটস
  • সামনেই বিয়ের মরসুম
  • সোনার গয়না কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি
  • নইলে আদতে ঠকতে হবে

সামনেই বিয়ের মরসুম। আর ভারতে বিয়ে মানেই সোনা। এই ধাতু যে শুভ কাজে মাস্ট। তাই বিয়ের সিজন আসতেই ধীরে ধীরে আবার বাড়তে শুরু করেছে সোনার গয়না কেনার ধুম। জুয়েলারির দোকানগুলির ভিতর জমা হচ্ছে ভিড়। তবে সোনার গয়না কেনার আগে কয়েকটি জিনিস মাথায় রাখা জরুরি। নইলে আদতে ঠকতে হবে। তাই আর সময় নষ্ট না করে সেই সব দিকগুলি সম্পর্কে জেনে নিন।

হলমার্ক হল মাস্ট

এখনও বাজারে হলমার্ক ছাড়া সোনার গয়না কিনতে পারা যায়। আর তেমন গয়না কিনলে আদতে বিপদ হতে পারে। আপনার টাকা যেতে পারে জলে। পরে এই সোনা কোনও কারণে বিক্রি করতে গেলে আর দাম পাবেন না।

আসলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হলমার্ক থাকলে সোনার বিশুদ্ধতার ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। কিন্তু সেই মার্ক যদি না থাকে, তাহলে সোনার পিউরিটি নিয়ে প্রশ্ন উঠে যায়।

তাই সোনা কেনার সময় অবশ্যই BIS Hallmark থাকা গয়নাই কিনুন। অন্যথায় কিনবেন না।

গোল্ডের পিউরিটি মাথায় রাখতে হবে

সোনার গয়নার বিভিন্ন ক্যারেট থাকে। সাধারণত মানুষ ২২ ক্যারেটের সোনার গয়না কিনে থাকেন। তবে আপনি চাইলে ১৮ বা ১৪ ক্যারেটের সোনাও কিনতে পারেন। এই ধরনের গয়না বেশ টেকসই হয়। আর বাইরে থেকে দেখেও বোঝার উপায় থাকে না যে কম ক্যারেটের সোনা পরেছেন। তাই নিজের সাধ্য মতোই সোনার পিউরিটি বেছে নিন।

মেকিং চার্জ

আপনাকে অবশ্যই মেকিং চার্জটা মাথায় রাখতে হবে। আর এই চার্জটা দোকান ভেদে আলাদা হয়। আপনি যত বড় দোকানে যাবেন, তত বেশি হবে মেকিং চার্জ হবে। আর সোনার গয়না কেনার দাম ততই বাড়বে। তাই এখন থেকে সোনা কেনার আগে এই বিষয়টা মাথায় রাখুন। নইলে ফাঁসবেন।

বাজেট ঠিক রাখুন

দোকানে গিয়ে বাজেট ঠিক করতে যাবেন না। তাহলে বেশি টাকা খরচ হতে বাধ্য। বরং আগেভাগে বাজেট করুন। সেই টাকায় কী ধরনের গয়না হবে, কতটা ওজনের গয়না হবে, সেটা আগে থেকেই হিসেব করে নিন। তারপরই দোকানে যান। তাহলে আপনি বাজেটে থেকে সোনার গয়না কিনতে পারবেন। বাড়তি টাকা খরচ হবে না।

Advertisement

আশা করছি, এই কয়েকটি টিপস মেনে চললেই আপনি জিতে যাবেন। বাজে টাকা খরচা হবে না।

POST A COMMENT
Advertisement