scorecardresearch
 

PF Interest Credit: ৭ কোটি চাকরিজীবীর অ্যাকাউন্টে ঢুকছে PF-এর টাকা! এইভাবে বাড়ি বসে চেক করুন

EPF Balance: উৎসবের মরসুমেই প্রায় ৭ কোটি মানুষের জন্য সুখবর। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( EPFO)। ফলে আপনার EPF অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার সঙ্গে মোট অঙ্কের পরিমাণও বাড়বে।

Advertisement
ইপিএফও ইপিএফও
হাইলাইটস
  • উৎসবের মরসুমেই প্রায় ৭ কোটি মানুষের জন্য সুখবর।
  • ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( EPFO)।
  • ফলে আপনার EPF অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার সঙ্গে মোট অঙ্কের পরিমাণও বাড়বে।

উৎসবের মরসুমেই প্রায় ৭ কোটি মানুষের জন্য সুখবর। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF অ্যাকাউন্টে সুদ জমা করা শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ( EPFO)। ফলে আপনার EPF অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার সঙ্গে মোট অঙ্কের পরিমাণও বাড়বে।

ইতিমধ্যেই অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সুদের বিষয়ে জানাতে শুরু করেছেন। আপনার PF অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেছে কিনা তা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। সরকার ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF-এর সুদের হার ৮.১৫ শতাংশ নির্ধারণ করেছে।  পিএফ বাবদ যে টাকাটা জমা পড়ে, তা আয়ের একটি বড় অংশ। প্রতি মাসেই, পেশাদার কর্মীদের বেতন থেকে এটি কেটে নেওয়া হয় এবং প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করা হয়। দেশে প্রায় ৭ কোটি সক্রিয় EPF অ্যাকাউন্ট রয়েছে। 

এছাড়াও চাইলে বিভিন্ন বিষয়ে অনলাইনে তথ্য পেয়ে যাবেন। যেমন ধরুন, কোন মাসে পিএফ অ্যাকাউন্টে কত পিএফ জমা হয়েছিল? এতে কোম্পানির কনট্রিবিউশন কী? মোট টাকার অঙ্ক কত? ইত্যাদি। প্রতিটি পিএফ অ্যাকাউন্টধারীরই মাসে অন্তত একবার চেক করা উচিত। পিএফ অ্যাকাউন্টে কোম্পানি কত টাকা জমা করেছে সেই বিষয়ে নিয়মিত আপডেটেড থাকাটাই শ্রেয়। এতে পরে অনেক ঝক্কি এড়ানো যায়। বেশ কিছু উপায়ে চেক করতে পারেন।

আরও পড়ুন

ঘরে বসেই জানতে পারবেন আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে। এর জন্য অফিসে যাওয়ারও প্রয়োজন নেই।

অনলাইনে সহজেই PF ব্যালেন্স এবং অন্যান্য তথ্য পেতে পারেন। EPFO পোর্টাল, Umang মোবাইল অ্যাপ বা SMS পরিষেবার মাধ্যমে আপনার EPF ব্যালেন্স চেক করতে পারেন।

পিএফের পরিমাণ জানার পদ্ধতি
সবচেয়ে সহজ উপায় হল আপনার মোবাইলে UMANG অ্যাপটি ডাউনলোড করা। এর পরে UAN-এর সাহায্যে লগইন করুন। এরপর কয়েক মিনিটের মধ্যেই PF সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। পাসবুকও দেখতে পারবেন। এর জন্য উমং অ্যাপে থাকা EPFO সেকশনে যান। Employee Centric Service-এ ক্লিক করুন। 'ভিউ পাসবুক' সিলেক্ট করুন এবং পাসবুক দেখতে UAN দিয়ে লগ ইন করুন। এর জন্য খালি একটি UAN রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকলেই যথেষ্ট।

Advertisement

SMS-এর মাধ্যমে PF-এর পরিমাণ জানুন:
SMS-এর মাধ্যমেও পিএফ ব্যালেন্স চেক করতে পারেন। এর জন্য আলাদা করে নম্বর জারি করেছে EPFO। রেজিস্টার্ড
মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে SMS পাঠাতে হবে। মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গেই EPFO থেকে আপনাকে আপনার PF খাতে বিনিয়োগ এবং ব্যালেন্স সম্পর্কিত তথ্য এসে যাবে।

SMS পাঠানোর পদ্ধতিও খুবই সহজ। এর জন্য আপনাকে 'EPFOHO UAN লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে। ১০টি ভাষায় ইংরেজি, হিন্দি, পঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লাম এবং বাংলায় পাবেন।

EPFO-র ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারেন
EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও PF ব্যালেন্স চেক করতে পারেন। UAN এবং পাসওয়ার্ড দিয়ে EPFO Passbook Protal-এ লগ ইন করুন। তারপর 'ডাউনলোড/ভিউ পাসবুক'-এ ক্লিক করুন। সরাসরি UAN-এর সাহায্যে লগ ইন করতে পারেন (https://passbook.epfindia.gov.in/Member PassBook/ Login)।

এক্ষেত্রে উল্লেখ্য UAN আপনার যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার এবং PAN-এর সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে। এভাবে অনলাইনেই আপনার শেষ কনট্রিবিউশন এবং অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন। 

Advertisement