PF ব্যালেন্স চেক করুন এই নম্বরে মিসড কল করে, এছাড়াও ৩ পদ্ধতি

PF Balance Check নিয়মিত চেক করা জরুরি। আপনার বেতন থেকে ঠিকমতো টাকা কাটা হল কি না, বা সেটা ঠিকমতো জমা পড়ল কি না, সেদিকে নজর রাখাটা প্রয়োজন। কীভাবে চেক করবেন PF ব্যালান্স। রইল ৪ সহজ টিপস।

Advertisement
PF ব্যালেন্স চেক করুন এই নম্বরে মিসড কল করে, এছাড়াও ৩ পদ্ধতিপিএফ ব্যালান্স চেক করবেন কীভাবে?
হাইলাইটস
  • কীভাবে চেক করবেন PF Balance?
  • মাত্র কয়েকটি সহজ ধাপে মুহূর্তের মধ্যে আপনার PF Balance Check করা সম্ভব
  • আপনার লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 9966044425 এই নম্বরে একটি মিসড কল দিন

চাকরিজীবীদের কাছে ভবিষ্যতের অন্যতম বড় সম্বল কর্মচারী ভবিষ্যনিধি অর্থাৎ Employee Provident Fund (EPF)। কর্মী ও সংস্থার যৌথ উদ্যোগে গড়া ওঠা একটি সঞ্চয় প্রকল্প এটি। আপনার বেতন থেকে একটা অংশ কাটা হয়, সমপরিমাণ অর্থ দেয় আপনার সংস্থাও। এই অর্থ সুরক্ষিত ভাবে জমা থাকে সরকারের কাছে। কিন্তু আপনার বেতন থেকে ঠিকমতো টাকা কাটা হল কি না, বা সেটা ঠিকমতো জমা পড়ল কি না, সেদিকে নজর রাখাটাও বাঞ্ছনীয়। এর জন্য PF Balance Check করতে হবে নিয়মিত। 

কীভাবে চেক করবেন PF Balance?

বর্তমানে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি অনেকটাই সহজ হয়ে গিয়েছে। EPFO-র নতুন উদ্যোগের কারণে মাত্র কয়েকটি সহজ ধাপে মুহূর্তের মধ্যে আপনার PF Balance Check করা সম্ভব। 
> PF Balance Check করার সবচেয়ে দ্রুত এবং সহজ উপায় হল মিসড কল দেওয়া। এই পদ্ধতিতে কোনও ইন্টারনেট সংযোগ বা স্মার্টফোন অ্যাপের প্রয়োজন হয় না। এটি বিশেষ করে সেইসব ব্যবহারকারীদের জন্য উপযোগী, যারা প্রযুক্তিগত দিক থেকে অতটা সড়গড় নন। তবে এর জন্য আপনার UAN নম্বরের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্কড থাকতে হবে।  যদি না থাকে, তবে EPFO পোর্টালে গিয়ে আপনার UAN  সক্রিয় করার সময় আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে নিতে পারবেন। আপনার লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 9966044425 এই নম্বরে একটি মিসড কল দিন। কল করলে এক বা দু’বার রিং হওয়ার পর কলটি নিজের থেকে কেটে যাবে। অল্প সময়ের মধ্যেই আপনি EPFO থেকে একটি SMS পাবেন। এই SMS-এ আপনি বর্তমান ব্যালেন্স, শেষ জমা হওয়া টাকার পরিমাণ জানতে পারবেন। 

> SMS পাঠিয়েও আপনার PF ব্যালেন্স এবং অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পারবেন। UAN লিঙ্ক করা মোবাইল নম্বর থেকে 7738299899 এই নম্বরে একটি SMS পাঠাতে হবে। SMS-এর বক্সে লিখতে হবে EPFOHO UAN ENG. SMS পাঠানোর পর EPFO থেকে একটি মেসেজ পাবেন, যেখানে বর্তমান PF ব্যালান্স এবং শেষ কবে, কত টাকা জমা পড়েছে তা জানতে পারবেন। 

Advertisement

> EPFO-র ওয়েবসাইট থেকে প্রতি মাসের জমা, সুদের হিসাব দেখতে পারবেন। https://passbook.epfindia.gov.in/ এই ওয়েবসাইটে যান। আপনার UAN ও পাসওয়ার্ড দিন। এরপর ক্যাপচা দিয়ে লগ ইন করুন। আপনার সমস্ত কোম্পানির ডিটেইলস দেখতে পারেন। সেই তালিকা থেকে কোম্পানি বেছে নিন এবং ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাবেন, আপনার পকেট থেকে কত টাকা জমা হয়েছে, আপনার সংস্থা কত টাকা জমা দিয়েছে এবং পেনশন স্কিমে কত টাকা জমা পড়েছে। প্রতি বছর কত টাকার সুদ জমা হচ্ছে তা-ও দেখতে পাবেন।

> গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে UMANG অ্যাপ ডাউনলোড করুন। মোবাইল নম্বর দিয়ে লগইন করুন ও পিন সেট করুন। এরপর EPFO লিখে সার্চ করতে হবে। EPFO সেকশন থেকে আপনি পাসবুক, টাকা তোলার অপশন পাবেন। ‘View EPF Passbook’ এ ক্লিক করে UAN নম্বর দিলে আপনার ফোনে OTP আসবে। সেটা দিলেই আপনি পাসবুক দেখতে পাবেন।

 

POST A COMMENT
Advertisement