বিয়ের খরচ কমানচলছে বিয়ের মরসুম। অনেকেই এই সময় চার হাত এক করছেন। তবে একদল এমনও রয়েছেন, যারা বিয়ের প্ল্যানিং করছেন। সেরে ফেলছেন বাজেট।
মুশকিল হল, অনেকে ক্ষেত্রেই বিয়ের হিসেব করতে গিয়ে সাধারণ মানুষের মাথায় হাত পড়ে যায়। খরচ শুনে চোখ কপালে ওঠে। তারপর চক্ষুলজ্জার খাতিরে কষ্ট করেও খরচ করেন। আর এখানেই বড় ভুলটা হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিয়ের খরচ করতে গিয়ে যদি ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হয়ে যায় বা লোন নিতে হয়, তাহলে বিপদের শেষ থাকবে না। অর্থিক সংকটে পড়তে পারেন। তাই সাবধান হন।
তাই বিয়ের খরচ অবশ্যই কমাতে হবে। আর সেই কাজটা করার সহজ রাস্তা জানাল হল নিবন্ধটিতে।
কম লোক বলুন
বিয়ের একটা বড় খরচ চলে যায় খাওয়াতে। সেক্ষেত্রে প্রথমেই বসে পড়ুন গেস্ট লিস্টটা নিয়ে। সেক্ষেত্রে তালিকাটা যতটা সম্ভব ছোট করা যায়, করে ফেলুন। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন অনেকটা টাকা সেভ হয়ে যাবে।
জায়গা নির্বাচন করুন বুদ্ধি দিয়ে
বিয়ের সিজনে এমনিতেই বিয়েবাড়ি বা অনুষ্ঠানবাড়ির ডিমান্ড থাকে হাই। তাই এমন পরিস্থিতিতে আগে থেকেই জায়গা খোঁজার কাজে লেগে পড়ুন। যেখানে কম খরচায় পাবেন, সেটাই বুক করে নিন। তবে দেখবেন, সেই জায়াগাটা আবার যেন আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়ে যায়। তাতে যে সমস্যার শেষ থাকবে না।
ক্যাটারিং খরচ কমান
আগেই বলেছি, বিয়ের একটা বড় টাকা খাওয়াতে চলে যায়। সেক্ষেত্রে চেষ্টা করুন ক্যাটারিং নিয়ে আগে থেকে কথা বলার। নিজের মতো করে মেনু বানান। তারপর ৪ থেকে ৫ জায়গায় জিজ্ঞেস করে নিন। সেখান কোনও একটি বেছে নিন। আর যদি দেখেন যে আপনার করা মেনুতে খরচ বাড়ছে, সেক্ষেত্রে ক্যাটারিংয়ের সঙ্গে কথা বলেই মেনু ঠিক করুন। তাতেই হাতে পয়সা থাকবে।
ডেকোরেশনে খরচা কমান
অনুষ্ঠানবাড়ি এবং নিজের বাড়ির ডেকোরেশন করতেই অনেক টাকা খরচা চলে যেতে পারে। আর এই জায়গাটাতে একটু হিসেব করে চললেই বাঁচবে টাকা। তাই এই বিষয়টা নিয়ে আগে থেকেই কথা বলে নিন। কোথায় কোথায় কস্ট কাটিং করা সম্ভব, সেটা দেখে নিন। তাহলেই খেলা ঘুরে যাবে।
ঘুরতে যাওয়ার খরচ কমান
অনেকেই বিয়ের পর ঘুরতে যাওয়ার জন্য অনেক টাকা ব্যায় করেন। আর হাতে টাকা না থাকায় অনেক ক্ষেত্রে লোন করে যান। আর এটাই হল ভুল। এই ভুলটা করা চলবে না। সেক্ষেত্রে ঘুরতে যাওয়ার ইচ্ছেটায় আপাতত লাগাম দিন। কাছেপিঠে ঘুরে আসুন। পরে না হয় কোথাও ঘুরে আসবেন দূরে।
পরিশেষে বলি, বিয়ে একবারই করবেন। তাই কস্ট কাটিং করার চক্করে নিজের অনুষ্ঠানটাকে নষ্ট করে দেবেন না। একটা সামঞ্জস্য রাখুন সবক্ষেত্রে। তাহলেই খেলা ঘুরে যাবে।