Online Life Certificate: লাইফ সার্টিফিকেট কি বাড়িতে বসেও পাওয়া যায়? পুরো পদ্ধতি রইল
১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া। আর সেই কাজটা করতেই এখন থেকে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ভিড় জমেছে। যদিও ভাল খবর হল, আপনি চাইলে অনলাইনেই পেতে পারেন লাইফ সার্টিফিকেট।
অনলাইনে লাইফ সার্টিফিকেট- কলকাতা,
- 03 Nov 2025,
- (Updated 03 Nov 2025, 1:36 PM IST)
হাইলাইটস
- ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া
- সেই কাজটা করতেই এখন থেকে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ভিড় জমেছে
- আপনি চাইলে অনলাইনেই পেতে পারেন লাইফ সার্টিফিকেট
অবসরের পর পেনশন পেতে চাইলে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট। এটাই হল বেঁচে থাকার প্রমাণ। এই সার্টিফিকেট জমা দিলেই মিলবে পেনশন। অন্যথায় তা বন্ধ হয়ে যাবে। আর এই বিষয়টা পেনশন প্রাপকরা ভালই জানেন। তাই প্রতিবছর নভেম্বর মাস পড়লেই পোস্ট অফিস এবং ব্যাঙ্কে পড়ে যায় লম্বা লাইন। আর এ বারও তার অন্যথা হল না।
চলতি বছরে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া। আর সেই কাজটা করতেই এখন থেকে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে ভিড় জমেছে। যদিও ভাল খবর হল, আপনি চাইলে অনলাইনেই পেতে পারেন লাইফ সার্টিফিকেট।
কোন কোন ডকুমেন্ট লাগবে?
- আধার কার্ড
- মোবাইল নম্বর
- পেনশন পেমেন্ট অর্ডার
- পেনশন অ্যাকাউন্ট নম্বর
- ব্যাঙ্কের তথ্য
- এছাড়া আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানও করতে হবে
কীভাবে বাড়িতেই পাবেন লাইফ সার্টিফিকেট?
এক্ষেত্রে মূলত ২ ভাবে এই কাজটি করতে পারবেন। যেমন ধরুন-
প্রথম পদ্ধতি
- আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের সঙ্গে একটি বায়োমেট্রিক ডিভাইস যুক্ত করুন
- এরপর জীবন প্রমাণ বা ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সরকারি পোর্টাল jeevanpramaan.gov.in খুলতে হবে
- এখানে 'একটি শংসাপত্র পান' (Click For a Certificate) এ ক্লিক করুন
- এরপর মোবাইল বা কম্পিউটারের বিকল্প বেছে নেওয়ার একটি বিকল্প পাবেন
- সেখানে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন
- এরপর আপনাকে আধার এবং পিপিও নম্বর দিতে হবে
- এবার বায়োমেট্রিকের পালা, আঙ্গুলের ছাপ বা আইরিস স্ক্যান করুন
- একবার যাচাই হয়ে গেলে, আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংরক্ষিত হয়ে যাবে
- পেনশন দেওয়া সংস্থা এই সার্টিফিকেট অ্যাক্সেস করতে পারবে
পদ্ধতি ২
- UMANG অ্যাপ ডাউনলোড করুন
- এই অ্যাপে 'জীবন প্রমাণ' অপশন বেছে নিন
- জেনারেট লাইফ সার্টিফিকেট-এ ক্লিক করুন
- এরপর আধার এবং পিপিও নম্বর দিন
- বায়োমেট্রিক যাচাই করুন
- অ্যাপটি তারপর জীবন শংসাপত্র তৈরি করবে
- এটি পেনশন দেওয়া সংস্থা ব্যবহার করতে হবে
আপনার জীবন প্রমাণের স্ট্যাটাস https://jeevanpramaan.gov.in/ppouser/login-এ গিয়ে চেক করতে পারেন।
তবে যাঁরা এভাবে করতে চাইছেন না, তাঁরা পুরনো পদ্ধতিতেও পেতে পারেন লাইফ সার্টিফিকেট। সেক্ষেত্রে ব্যাঙ্ক বা পোস্টঅফিসে গিয়ে লাইফ সার্টিফিকেটের জন্য ফর্ম পূরণ করুন। তাতেও কাজ হবে। সেক্ষেত্রে অনলাইনে জমা দেওয়ার প্রয়োজন পড়বে না বলেই খবর।