Ayushman Bharat: প্রবীণদের ৫ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে করাবেন? বেসরকারি বিমা থাকলে পাবেন? এক ক্লিকে সব তথ্য

কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের বহু পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজ পান। সেই সব পরিবারে ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরা থাকলে, তাঁরা ৫ লক্ষ টাকা পর্যন্ত টপ-আপ কভারেজ পাবেন এই স্বাস্থ্যবিমায়। এ ক্ষেত্রেও আয়ের যে সীমা ছিল, তা-ও তুলে নেওয়া হয়েছে।

Advertisement
প্রবীণদের ৫ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত কার্ড কীভাবে করাবেন? বেসরকারি বিমা থাকলে পাবেন? এক ক্লিকে সব তথ্যপ্রবীণদের আয়ুষ্মান ভারত কার্ড
হাইলাইটস
  • আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা কতটা কার্যকরী?
  • এই স্বাস্থ্যবিমা কার্ড প্রবীণরা কীভাবে পেতে পারেন?
  • বেসরকারি স্বাস্থ্যবিমা থাকলে কী হবে?

আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana ) নিয়ে বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। এই প্রকল্পের আওতায় এবার চলে এলেন দেশের ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরাও। অর্থাত্‍ কেন্দ্রের এই বিনামূল্যে স্বাস্থ্যবিমার সুবিধা ভোগ করতে পারবেন ৭০ বছরের বেশি বয়সের প্রবীণরাও। যার নির্যাস, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবিমা পাবেন দেশের সব নাগরিকই। 

কেন্দ্রের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশের বহু পরিবার ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজ পান। সেই সব পরিবারে ৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণরা থাকলে, তাঁরা ৫ লক্ষ টাকা পর্যন্ত টপ-আপ কভারেজ পাবেন এই স্বাস্থ্যবিমায়। এ ক্ষেত্রেও আয়ের যে সীমা ছিল, তা-ও তুলে নেওয়া হয়েছে।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা কতটা কার্যকরী?

Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা এতদিন পাচ্ছিলেন দেশের ৪.৫ কোটি মানুষ। এবার আরও ৬ কোটি মানুষ এর আওতায় আসছেন। আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার কার্ড থাকলে বয়স্ক নাগরিকরাও ৫ লক্ষ পর্যন্ত এবার ক্যাশলেস চিকিত্‍সা করাতে পারবেন দেশের যে কোনও হাসপাতাল, নার্সিংহোমে। এখন বহু ছোট পরিবারেই বয়স্কমা-বাবাদের চিকিত্‍সার খরচ সামাতে হিমশিম খেতে হয় সন্তানদের। এই কার্ড থাকলে কিছুটা হলেও আর্থিক বোঝা কমতে পারে। 

এই স্বাস্থ্যবিমা কার্ড প্রবীণরা কীভাবে পেতে পারেন?

দেশের যে কোনও প্রবীণ নাগরিক, ৭০ বছর বা তার বেশি বয়সি হলেই ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবেন। 

আয়ুষ্মান ভারত কীভাবে পাবেন প্রবীণ নাগরিকরা? ছবি সৌজন্য: মেটা AI
আয়ুষ্মান ভারত কীভাবে পাবেন প্রবীণ নাগরিকরা? ছবি সৌজন্য: মেটা AI

টপ-আপ কভারেজও রয়েছে

কোনও পরিবার যদি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকেন, তাহলে সেই পরিবারের প্রবীণ সদস্যরা বাড়তি ৫ লক্ষ টাকা স্বাস্থ্যবিমা পাবেন 

বেসরকারি স্বাস্থ্যবিমা থাকলে কী হবে?

কেন্দ্রের এই স্কিম বলছে, কোনও পরিবার বা কোনও প্রবীণ নাগরিকের বেসরকারি সংস্থার স্বাস্থ্যবিমা থাকলেও অসুবিধা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা তিনি পাবেন। কোনও প্রবীণ নাগরিকের যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্থ স্কিম, এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেল্থ স্কিম বা আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পলিশ ফোর্স স্কিমের আওতায়থাকেন, তাঁদের যে কোনও একটি বেছে নিতে হবে। সব প্রবীণ নাগরিক পৃথক স্বাস্থ্যবিমা কার্ড পাবেন।

Advertisement

এই স্বাস্থ্যবিমার কভারেজের টাকা কে দেবে?

এই প্রকল্পে আপাতত বাড়তি ৩ হাজার ৪৩৭ কোটি টাকা খরচ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার ৪০ শতাংশ দেবে, বাকি ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। পার্বত্য রাজ্য ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে ৯০ শতাংশ টাকাই দেবে কেন্দ্র। 


POST A COMMENT
Advertisement