Increase Credit Card Limit: ক্রেডিট কার্ডের লিমিট কীভাবে বাড়াবেন? ৫ সহজ টিপস রইল

আমাদের মধ্যে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডের মাধ্যমে করেন শপিং ও মেটান বিল। তবে মুশকিল হল, কিছু মানুষের ক্রেডিট কার্ডের লিমিট অনেকটাই কম থাকে। যার ফলে তারা চাইলেও বেশি টাকার কেনাকাটা করতে পারেন না ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাই তারা চিন্তা করেন, ঠিক কীভাবে বাড়ানো সম্ভব ক্রেডিট কার্ড লিমিট? আর সেই উত্তরটাই দিলাম আমরা। জেনে নিন দ্রুত।

Advertisement
ক্রেডিট কার্ডের লিমিট কীভাবে বাড়াবেন? ৫ সহজ টিপস রইলক্রেডিট কার্ডের লিমিট
হাইলাইটস
  • আমাদের মধ্যে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন
  • কিছু মানুষের ক্রেডিট কার্ডের লিমিট অনেকটাই কম থাকে
  • কীভাবে বাড়ানো সম্ভব ক্রেডিট কার্ড লিমিট?

আমাদের মধ্যে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এই কার্ডের মাধ্যমে করেন শপিং ও মেটান বিল। তবে মুশকিল হল, কিছু মানুষের ক্রেডিট কার্ডের লিমিট অনেকটাই কম থাকে। যার ফলে তারা চাইলেও বেশি টাকার কেনাকাটা করতে পারেন না ক্রেডিট কার্ডের মাধ্যমে। তাই তারা চিন্তা করেন, ঠিক কীভাবে বাড়ানো সম্ভব ক্রেডিট কার্ড লিমিট? আর সেই উত্তরটাই দিলাম আমরা। জেনে নিন দ্রুত।

নিজেই আবেদন করুন

ক্রেডিট লিমিট বাড়ানোর সবথেকে সহজ উপায় হল ব্যাঙ্ককে আবেদন করার। আর অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপ থেকেই এই আবেদন করা যায়। ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় না। তবে অ্যাপ না থাকলে আপনি সরাসরি ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করুন। তাদের ক্রেডিট লিমিট বাড়ানোর আবেদন জানান। ব্যাস, তাতেই মিটে যাবে সমস্যা।

ইনকাম আপডেট করুন

আপনি কত টাকা ইনকাম করেন, সেই তথ্যটা মাঝে মধ্যেই আপডেট করতে হবে। বিশেষত, স্যালারি বাড়লে সেটা ব্যাঙ্কে আপডেট করা মাস্ট। তাতেই খেলা ঘুরে যাবে। দেখবেন বেড়ে যাবে আপনার ক্রেডিট কার্ড লিমিট। আপনাকে আর নতুন কিছু সমস্যায় ফেলতে পারবে না।

ভাল পেমেন্ট হিস্ট্রি রাখুন

ঠিক সময় সব বিল মিটিয়ে দিতে হবে। আর মিনিমাম টাকা নয়, পুরো টাকা দিয়ে দিন। তাহলেই ব্যাঙ্ক আপনার উপর ভরসা করবে। দেখবেন বেড়ে যাবে ক্রেডিট কার্ড লিমিট। আপনি অনায়াসে এই কার্ড ব্যবহার করে নিজের সমস্ত ধরনের পেমেন্ট মিটিয়ে ফেলতে পারবেন। কোনও সমস্যা হবে না।

ক্রেডিট স্কোর বাড়ান

আপনার ক্রেডিট স্কোর কি কম? তাহলে যে বিপদ হতে পারে। ক্রেডিট কার্ড লিমিট বাড়বে না। পাশাপাশি আগামিদিনে লোনও পাবেন না। তাই ক্রেডিট স্কোর বাড়িয়ে ফেলুন প্রথমে। চেষ্টা করুন ৭৫০-এর উপরে ক্রেডিট স্কোর নিয়ে যাওয়ার। তাহলে এমনিই আপনার ক্রেডিট লিমিট বেড়ে যাবে। ব্যাঙ্ক নিজেই আপনাকে ফোন করে বারবার লোন নেওয়ার অনুরোধ করবে।

বেশি ক্রেডিট ব্যবহার করবেন না

Advertisement

ধরুন আপনার ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট ৫০ হাজার টাকা। সেক্ষেত্রে চেষ্টা করুন ২০ হাজারের আশপাশে ক্রেডিট লিমিট খরচা করার। তাহলেই দেখবেন ক্রেডিট কার্ডে লিমিট বাড়িয়ে দেবে ব্যাঙ্ক। এমনকী আপনাকে নতুন কার্ড নেওয়ার জন্য জোরাজুরি করবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

তবে পরিশেষে বলব, এই কার্ড বেশি ব্যবহার করবেন না। যতটা এড়িয়ে চলা যায়, ততই ভাল। তাহলেই লোনের ফাঁদে পড়বেন না।

POST A COMMENT
Advertisement