CESC Load Enhancement: AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা?

যাদের বাড়িতেই এসি রয়েছে, তাদের নতুন করে কোনও ইলেকট্রিসিটির লোড বাড়ানোর প্রয়োজন নেই। তবে, আপনি যদি বাড়িতে নতুন এসি লাগাতে চান, তবে আপনাকে মিটারের লোড বাড়াতে হবে। একটি এসি সর্বনিম্ন এক কিলোওয়াটের লোড বাড়ায়।

Advertisement
AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা?AC-র জন্য মিটারের লোড বাড়াতে কীভাবে আবেদন করবেন, কত টনে-কত টাকা?
হাইলাইটস
  • দেড় টনের এসি লাগানোর জন্য আপনাকে আড়াই কিলোওয়াট লোড বাড়াতে হবে
  • তার জন্য চার্জ দিতে হবে ১২ হাজার টাকার কিছু বেশি

শীত চলে গেলেই তীব্র গরম পড়তে পারে বাংলায়। এখনই বাড়িতে বাড়িতে ফ্যান চালাতে হচ্ছে। তবে, আর কিছুদিন পরে এসিও চালানো শুরু করতে হবে। যাদের বাড়িতেই এসি রয়েছে, তাদের নতুন করে কোনও ইলেকট্রিসিটির লোড বাড়ানোর প্রয়োজন নেই। তবে, আপনি যদি বাড়িতে নতুন এসি লাগাতে চান, তবে আপনাকে মিটারের লোড বাড়াতে হবে। একটি এসি সর্বনিম্ন এক কিলোওয়াটের লোড বাড়ায়। আপনার মতো অনেকেই মিটারের লোড না বাড়িয়ে এসি লাগালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। লোড না বাড়ালে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা জানতে পারবে না ঠিক কতটা বিদ্যুৎ প্রয়োজন ওই এলাকার জন্য। সেই অনুযায়ী তারা পদক্ষেপ নেয়। না হলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হতে পারে।

অনেক গ্রাহকই নির্ধারিত লোডের বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন। এনিয়ে অনেক অভিযোগও রয়েছে। আপনি যদি কলকাতার বাসিন্দা হন ও সিইএসসি-র গ্রাহক হন, তবে আপনার জন্য এই প্রতিবেদনটি। এখানে আপনি জানতে পারবেন ইলেকট্রিসিটির লোড বাড়তে আপনাকে কী করতে হবে? কোথায় আবেদন করতে হবে?

CESC জানিয়েছে যে তারা আবেদনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মিটারের লোড বাড়িয়ে দেবে। আপনি অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারেন। অনলাইনে লোড বাড়ানোর আবেদন করতে আপনাকে https://www.cesc.co.in/-এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আবেদন করতে পারে। এছাড়াও, আপনার বাড়ির কাছাকাছি কোনও সিইএসসি অফিসে গিয়েও আবেদন জমা করতে পারেন। মনে রাখবেন মিটারের লোড বাড়াতে আপনাকে টাকা দিতে হবে। কত লোড বাড়াতে চান, তার ওপরেই নির্ভর করছে কত টাকা দিতে হবে। 

কত টাকা লাগবে

১ টনের এসি লাগানোর জন্য আপনাকে অতিরিক্ত ২ কিলোওয়াট লোড বাড়াতে হবে। তার জন্য ১০ হাজার টাকার আশপাশে খরচ হতে পারে। আর দেড় টনের এসি লাগানোর জন্য আপনাকে আড়াই কিলোওয়াট লোড বাড়াতে হবে। তার জন্য চার্জ দিতে হবে ১২ হাজার টাকার কিছু বেশি।

Advertisement

হেল্পলাইন নম্বরগুলি হল

  • ১৯১২
  • ০৩৩-৪৪০৩১৯১২
  • ০৩৩-৩৫০১১৯১২
  • ১৮৬০৫০০১৯১২

POST A COMMENT
Advertisement