Tax Regime IT Return File: পুরনো নাকি নতুন ট্যাক্স কাঠামো, আয়কর রিটার্ন ফাইলের সময় কীভাবে বাছবেন?

আপনার যদি ব্যবসা বা পেশাগত আয় না থাকে, তাহলে আপনি প্রতি বছর নিজের পছন্দের করকাঠামো বেছে নিতে পারেন। রিটার্ন ফাইল করার সময় একটা প্রশ্ন থাকবে,আপনি কি নতুন কাঠামো থেকে বেরিয়ে আসতে চান?

Advertisement
পুরনো নাকি নতুন ট্যাক্স কাঠামো, আয়কর রিটার্ন ফাইলের সময় কীভাবে বাছবেন? পুরনো ট্যাক্স কাঠামো বনাম নতুন ট্যাক্স কাঠামো
হাইলাইটস
  • যাঁরা চাকরি করেন (ITR 1 বা 2 ফাইল করেন)
  • যাঁদের ব্যবসা বা প্রফেশনাল আয় আছে (ITR 3, 4, 5)
  • এবছর আপনি কোন রেজিম নিতে চান

সেই দিন এসে গিয়েছে। ঘরে ঘরে আয়কর রিটার্ন জমা দেওয়া চলছে। আর এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি হল—পুরনো ট্যাক্স কাঠামো বাছবেন, নাকি না নতুন কাঠামো? 

২০২৩-২৪ আর্থিক বছর থেকে থেকে নতুন ট্যাক্স কাঠামোই এখন ডিফল্ট, মানে আপনি যদি কিছু না জানান, তাহলে ধরে নেওয়া হবে আপনি নতুন কর কাঠামো বেছে নিচ্ছেন।

যাঁরা চাকরি করেন (ITR 1 বা 2 ফাইল করেন)

আপনার যদি ব্যবসা বা পেশাগত আয় না থাকে, তাহলে আপনি প্রতি বছর নিজের পছন্দের করকাঠামো বেছে নিতে পারেন। রিটার্ন ফাইল করার সময় একটা প্রশ্ন থাকবে,আপনি কি নতুন কাঠামো থেকে বেরিয়ে আসতে চান?

যদি পুরনো কাঠামোতে থাকতে চান, তাহলে ‘Yes’ টিক করুন।

যদি নতুন কাঠামোতে থাকেন, তাহলে কিছু না বদলালেও চলবে, কারণ সেটাই ডিফল্ট।

কিন্তু মনে রাখবেন, এই অপশন শুধুই তখনই থাকবে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেন। দেরি করে দিলে নতুন কাঠামই মানা হবে। তবে সময়মতো মূল রিটার্ন দিলে পরেও রিভাইজ করে করকাঠামো বদলানো যাবে।

যাঁদের ব্যবসা বা প্রফেশনাল আয় আছে (ITR 3, 4, 5)

আপনার যদি ব্যবসা বা পেশাগত আয় থাকে, তাহলে একবারই মাত্র পুরনো রেজিমে ফেরার সুযোগ পাবেন—Form 10-IEA জমা দিয়ে, সেটাও ডেডলাইনের আগেই। একবার নতুন রেজিমে ফিরে গেলে আর কখনও পুরনো রেজিমে ফেরা যাবে না।

এই বছরের ITR ফর্মে জানতে চাওয়া হচ্ছে—

গত বছর আপনি Form 10-IEA দিয়েছিলেন কিনা

তার অ্যাকনলেজমেন্ট নম্বর

এবছর আপনি কোন রেজিম নিতে চান

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তুলনা করুন

পুরনো রেজিমে HRA, 80C, LTA-র মতো নানা রকম ছাড় পাওয়া যায়, কিন্তু ট্যাক্স রেট তুলনায় বেশি। নতুন কাঠামোতে ছাড় কম, কিন্তু ট্যাক্স রেট কম। তাই রিটার্ন ফাইল করার আগে ভাল করে হিসাব করুন—কোন কাঠামোতে আপনার সাশ্রয় বেশি, সেটাই বেছে নিন।

Advertisement

POST A COMMENT
Advertisement