scorecardresearch
 

Voter ID Update: লোকসভার আগে ভোটার কার্ড কীভাবে আপডেট করবেন? জেনে নিন

যাঁরা ভোটার কার্ডে কোনওরকম আপডেট করতে চাইছেন, তাঁরা কী করবেন? আসুন জেনে নেওয়া যাক...

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • নতুন ভোটার বৃদ্ধিতে পুরুষদের তুলনায় মহিলাদেরই প্রভাব বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮-২৯ বছর বয়সের ব্র্যাকেটে ২ কোটির বেশি তরুণ ভোটার যোগ হয়েছে।
  • মৃত এবং অবৈধ ভোটারদেরও এই তালিকা থেকে সরানো হয়েছে। বিশেষভাবে দুর্বল উপজাতীয় জনগোষ্ঠীর(PVTG) জন্যও বিশেষভাবে প্রচেষ্টা করা হয়েছে।
  • যাঁরা ভোটার কার্ডে কোনওরকম আপডেট করতে চাইছেন, তাঁরা কী করবেন?

লোকসভা ভোটের আগে মোট ভোটারের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। ২০২৪ সালে দেশে মোট ভোটারের সংখ্যা ৯৬.৮৮ কোটি। ৫ বছর আগের তুলনায় ভোটারের সংখ্যা কতটা বেড়েছে? ইলেকশন কমিশন জানিয়েছে, ভোটার রেজিস্ট্রেশন আগের তুলনায় ৬% বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় মহিলা, যুবক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের (PwDs) সংখ্যা বেড়েছে। সেই কারণেই ভোটারের সংখ্যা এমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

নতুন ভোটার বৃদ্ধিতে পুরুষদের তুলনায় মহিলাদেরই প্রভাব বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮-২৯ বছর বয়সের ব্র্যাকেটে ২ কোটির বেশি তরুণ ভোটার যোগ হয়েছে। ভোটার তালিকায় জম্মু ও কাশ্মীর এবং অসমের সীমানা-পরবর্তী সমীক্ষার ভোটার ডেটাও যোগ করা হয়েছে। 

শুধু নতুন ভোটার যোগই নয়। মৃত এবং অবৈধ ভোটারদেরও এই তালিকা থেকে সরানো হয়েছে। বিশেষভাবে দুর্বল উপজাতীয় জনগোষ্ঠীর(PVTG) জন্যও বিশেষভাবে প্রচেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন

এমতাবস্থায় যাঁরা ভোটার কার্ডে কোনওরকম আপডেট করতে চাইছেন, তাঁরা কী করবেন? আসুন জেনে নেওয়া যাক...

অনলাইনে কীভাবে ভোটার ID আপডেট করবেন?

১. নির্বাচন কমিশনের ওয়েবসাইট(https://voters.eci.gov.in/) খুলুন অথবা ফোনে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপে ইনস্টল করুন। 

২. এরপর সেই ওয়েবসাইট বা অ্যাপ খুলুন। 

৩. প্রথমেই রাজ্য-এর অপশন পাবেন। আপনার রাজ্য সিলেক্ট করুন। 
 

voter card
ভোটার কার্ড

Form 8A সিলেক্ট করুন
এরপরেই Form 8A খুলে যাবে। এটি একটি অনলাইন ফর্ম। এর মাধ্যমেই অনলাইনে ভোটার আইডি কার্ড আপডেট করতে হবে। 

অনলাইন ফর্ম ভরুন
ফর্মে সমস্ত বিবরণ, যেমন নাম, ঠিকানা, রাজ্য ও নির্বাচনী এলাকা লিখুন। সমস্ত তথ্য অত্যন্ত মনযোগ সহকারে লিখুন। এতে যেন কোনও ভুল না হয়। 

Advertisement

ডকুমেন্ট আপলোড
আপনার ঠিকানার প্রমাণ হিসাবে এরপর কোনও ডকুমেন্ট আপলোড করতে হবে। আধার কার্ড বা পাসপোর্ট স্ক্যান করে/পরিষ্কার ছবি তুলে সেটা আপলোড করতে হবে। 
 
সাবমিট করুন
সমস্ত তথ্যাদি ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিন। এরপর সাবমিটে ক্লিক করুন। 

এরপর রেফারেন্স নম্বর পাবেন
সাবমিট করার পর আপনার কাছে একটি রেফারেন্স নম্বর আসবে। 

এরপর কয়েকদিন অপেক্ষা করন। চেঞ্জ আপডেট করা হবে। 

Advertisement