কত টাকা জামানো উচিত?বাঙালিদের একটা বড় অংশ চাকরিজীবী। আর এঁদের মধ্যে অনেকেই ১৫ থেকে ৩০ হাজার মাইনে পান। কিন্তু তারপরও সেভিংস করেন না। যার ফলে ভবিষ্যতে বিপদে পড়তে হয়। দরকারের সময় হাতে টাকা থাকে না।
বিশেষজ্ঞদের মতে, একজন মানুষের চাকরি শুরুর সময় থেকেই সেভিংস করা উচিত। এই কাজটা করলেই লাভ হবে। দরকারের সময় আপনাকে আর কারও কাছে হাত পাততে হবে না। এমনকী একটা সময় গিয়ে এই অর্থই আপনার সাধ মেটাতে করবে সাহায্য। আবার আপনি বেড়াতে যেতেও পারবেন।
এখন প্রশ্ন হল, ঠিক কত টাকা সেভিং করলে ভবিষ্যৎ নিতে কোনও চিন্তা থাকবে না? সেই উত্তরটা জানান হল নিবন্ধটিতে।
কতটা সেভিংস করা উচিত?
বিশেষজ্ঞদের মতে, প্রথম মাইনে থেকেই সেভিংস করতে হবে। মাইনের অধিকাংশ অংশ সেভিংস করা যেতে পারে। সেক্ষেত্রে সবথেকে ভালো হয় ৫০ শতাংশ জমিয়ে ফেলতে পারলে। তবে সেটা যদি সম্ভব না হয়, অন্তত ৩০ শতাংশ জমাতে হবে। বাদবাকি টাকা খরচ করুন। আর বছর বছর জমানোর পরিমাণটা বাড়াতে হবে। তাহলেই দেখবেন ভালো পরিমাণ টাকা সেভ করতে পারবেন। ভবিষ্যতে আর কোনও সমস্যা হবে না।
সেভ করার সেরা কৌশল
সেভিংস একটা অভ্যাস। এটা তৈরি করতে হয়। তাই প্রথম মাইনে পাওয়ার পরই শুরু করে দিন সেভিংস। তাতেই একটা ভাল অভ্যাস তৈরি করে ফেলতে পারবেন।
প্রথমেই হিসেব করুন
আপনার মাইনে ১৫ হাজার হোক আর ৩০ হাজার, প্রথমেই নিজের সেভিংসের হিসেবটা ঠিক করে নিতে হবে। সেই মতো মাইনে পেলেই আগে জমানোর টাকাটা তুলে নিন। তাহলেই দেখবেন পয়সা জমবে।
ফালতু খরচ কমান
স্যালারি কম থাকার সময় কোনওভাবেই বেশি খরচ করবেন না। বরং চেষ্টা করুন ফালতু খরচ যতটা সম্ভব কমিয়ে ফেলার। তাতেই খেলা ঘুরে যাবে। আপনার হাতে মাসের শেষেও টাকা থাকবে। আপনাকে আর সেভিংস নিয়ে চিন্তা করতে হবে না।
বিভিন্ন ক্ষেত্রে টাকা রাখুন
এক্ষেত্রে শুধু ব্যাঙ্কে টাকা ঠিক হবে না। বরং এফডি, রেকারিং ডিপোজিটের পাশাপাশি SIP করতে পারেন। এছাড়া গোল্ড ইটিএফ, গোল্ড বন্ডে ও বিভিন্ন স্কিমে করতে পারেন বিনিয়োগ।
তবে পরিশেষে বলি, নিজের বুদ্ধিতে বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়া উচিত। তার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি যা পরামর্শ দেবে মেনে চলুন।