PAN 2.0 Project: আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বদল? রইল বিস্তারিত তথ্য

PAN 2.0 হল একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আয়কর দফতরের পক্ষ থেকে PAN ইস্যু, সংশোধন, রি-প্রিন্ট সহ যাবতীয় পরিষেবা আরও দ্রুত ও সহজভাবে মিলবে। এর মূল লক্ষ্য হল করদাতাদের অভিজ্ঞতা আরও মসৃণ ও স্বচ্ছ করে তোলা।

Advertisement
আগামী বছরেই PAN 2.0 আসছে, প্যান কার্ডে বদল? রইল বিস্তারিত তথ্য   PAN 2.0 প্রকল্প
হাইলাইটস
  • PAN 2.0 প্রকল্পটি কী?
  • কোন সংস্থা তৈরি করবে এই প্ল্যাটফর্ম?
  • PAN 2.0 প্রকল্পে নতুন কী সুবিধা মিলবে?

আয়কর নিয়ে নতুন আইন আসছে, তা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। বাদল অধিবেশনেই নয়া আয়কর বিল পেশ করা হচ্ছে। পাস হয়ে গেলেই আইন লাগু হয়ে যাবে। আয়কর আইনে বড় বদলের পাশাপাশি এবার PAN কার্ড নিয়েও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এই প্রকল্পের নাম  PAN 2.0। 

PAN 2.0 নামে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হতে চলেছে, যার দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা LTIMindtree-কে। এই প্রকল্প চালু হলে এক ছাতার তলায় পাওয়া যাবে সব রকম PAN ও ট্যান সংক্রান্ত পরিষেবা।

PAN 2.0 প্রকল্পটি কী?

PAN 2.0 হল একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আয়কর দফতরের পক্ষ থেকে PAN ইস্যু, সংশোধন, রি-প্রিন্ট সহ যাবতীয় পরিষেবা আরও দ্রুত ও সহজভাবে মিলবে। এর মূল লক্ষ্য হল করদাতাদের অভিজ্ঞতা আরও মসৃণ ও স্বচ্ছ করে তোলা।

কোন সংস্থা তৈরি করবে এই প্ল্যাটফর্ম?

সরকারি অনুমোদনের পর আয়কর দফতর এই প্রকল্পের দায়িত্ব তুলে দিয়েছে LTIMindtree-র হাতে। এটি একটি আইটি কনসালটিং ও ডিজিটাল ট্রান্সফরমেশন সংস্থা, যারা ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্পে কাজ করছে।

PAN 2.0 প্রকল্পে নতুন কী সুবিধা মিলবে?

এখানে এক ছাতার তলায় এক জায়গায় সব প্যান/ট্যান পরিষেবা। প্যান কার্ডের আবেদনে দ্রুত অনলাইন প্রসেসিং হবে। স্বয়ংক্রিয় ভাবেই তথ্য যাচাই হবে।

নিরাপদ ও স্বচ্ছ ডেটা হ্যান্ডলিং

২৪x৭ পরিষেবা অ্যাকসেস

করদাতাদের জন্য কী সুবিধা?

এতদিন প্যান সংক্রান্ত কাজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট, ফর্ম ও অফলাইনে ঘুরতে হত। PAN 2.0 চালু হলে করদাতারা একটি মাত্র প্ল্যাটফর্ম থেকেই আবেদন, সংশোধন, স্টেটাস চেক ইত্যাদি সবকিছু করতে পারবেন। সময় ও হয়রানি দুই-ই কমবে।

কবে থেকে চালু হতে পারে?

এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে কেন্দ্রীয় সরকার চাইছে যত দ্রুত সম্ভব এই পরিষেবা চালু করতে, যাতে আয়কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তর আরও মজবুত হয়। তবে ২০২৬ সালেই এই প্রকল্প লঞ্চ করা হচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement