আয়কর রিটার্ন (ITR) ফাইল করার আর বেশি দিন নেই। আইটিআর ফাইল করার জন্য খালি আজ এবং আগামীকাল বাকি। ২০২৩-২৪ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩। এর পরে, আইটিআর ফাইল করলে সেক্ষেত্রে জরিমানা হবে। সরকার সাফ জানিয়ে দিয়েছে, আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না।
৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আইটিআর ফাইল না করলে?
এই তারিখের পরেও ITR ফাইল করার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে বেশ কিছু টাকা 'গচ্চা' দিতে হবে।
৩১ জুলাইয়ের পর আয়কর রিটার্ন দাখিল করলে তখন লেট ফি দিতে হবে। যদি কোনও ব্যক্তি বছরে ৫ লক্ষ টাকার বেশি আয় করেন, তবে তাঁকে লেট ফি হিসাবে ৫,০০০ টাকা দিতে হবে। যদি কোনও করদাতার বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হয়, তাহলে ১,০০০ টাকা লেট ফি দিতে হবে। চলতি বছরের শেষ, ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত পেনাল্টি সহ রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।
পুরানো ও নতুন কর ব্যবস্থা
আয়কর রিটার্ন ফাইল করার সময় একটি বিষয় মাথায় রাখবেন। এবার কিন্তু নতুন ট্যাকর ব্যবস্থা ডিফল্ট রাখা হয়েছে। আপনি যদি পুরানো কর ব্যবস্থার অধীনে আইটিআর ফাইল করতে চান, সেক্ষেত্রে এই অপশনটা বদলে নিতে হবে। নতুন কর ব্যবস্থায় কর ছাড়ের অপশন অনেকটাই কম। তবে, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা হয়েছে। পুরনো কর ব্যবস্থায় কর ছাড়ের সীমা বাড়ানো হয়নি। কিন্তু সেখানে আপনি সরকারি সেভিংস স্কিম এবং অন্যান্য উপায়ে বিনিয়োগের মাধ্যমে কর ছাড় দাবি করতে পারেন। আপনার ঠিক কোনটিতে বেশি লাভ, তা হিসাব করতে হবে। এই বিষয়ে আপনার কর বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই আলোচনা করুন।
আয়কর বিভাগ জানিয়েছে কোনওরকম সমস্যার জন্য তাঁদের হেল্প ডেস্কের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। সপ্তাহে ৭দিন, ২৪ ঘণ্টাই এই হেল্পলাইন খোলা। আইটিআর ফাইলিং থেকে ট্যাক্স পেমেন্ট, সমস্ত ক্ষেত্রেই সহায়তা পাবেন। শুধু কলই নয়। লাইভ চ্যাট, ওয়েবেক্স সেশন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সাহায্য মিলবে।