scorecardresearch
 

Income Tax Return Filing Last Date : এই তারিখের মধ্যে করুন আয়কর দাখিল, নইলে জরিমানা

বছরের পর বছর ধরে দেখা গিয়েছে যে সরকার বিভিন্ন কারণে আইটিআর ফাইলিংয়ের (Income Tax Return Filing) জন্য নির্ধারিত তারিখ বাড়িয়েছে। তবে এই বছর শেষ তারিখ বাড়ানোর তেমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এর কারণ হল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নতুন অর্থবর্ষের জন্য আইটিআর ফর্মের বিষয়ে এক মাসেরও বেশি আগে বিজ্ঞপ্তি দিয়েছে। নতুন আইটিআর ফর্ম গত ১০ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল, যা আয়কর ওয়েবসাইটেও রয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • আয়কর রিটার্নের প্রক্রিয়া শুরু
  • শেষ তারিখ জেনে নিন
  • নয়তো দিতে হবে জরিমানা

আয়কর রিটার্ন (ITR) ফাইল করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে চলেছে। ১ এপ্রিল ২০২৩ থেকে শুরু হবে আয়কর রিটার্ন দাখিল। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ সম্পর্কেও সবাইকে সচেতন থাকতে হবে। আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ ৩১শে জুলাই। আর ওই তারিখের পরে আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখ সম্প্রসারণের কোনও সম্ভাবনা রয়েছে বলেও আপাতত মনে হচ্ছে না।

আইটিআর ফাইলিং
বছরের পর বছর ধরে দেখা গিয়েছে যে সরকার বিভিন্ন কারণে আইটিআর ফাইলিংয়ের (Income Tax Return Filing) জন্য নির্ধারিত তারিখ বাড়িয়েছে। তবে এই বছর শেষ তারিখ বাড়ানোর তেমন কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। এর কারণ হল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) নতুন অর্থবর্ষের জন্য আইটিআর ফর্মের বিষয়ে এক মাসেরও বেশি আগে বিজ্ঞপ্তি দিয়েছে। নতুন আইটিআর ফর্ম গত ১০ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল, যা আয়কর ওয়েবসাইটেও রয়েছে।

আয়কর রিটার্ন
যেহেতু অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৩-২৪ পয়লা এপ্রিল থেকে শুরু হচ্ছে, তাই করদাতারা ওই দিন থেকেই আয়ের রিটার্ন দাখিল করতে সক্ষম হবেন। ৩১ জুলাই পর্যন্ত রিটার্ন ফাইলিং-এর সুবিধা পাওয়া যাবে। আর আপনি যদি এই তারিখের মধ্যে আইটিআর ফাইল করতে সক্ষম না হন, তবে লেট ফি দিয়ে আইটিআর ফাইল করতে হবে। অর্থাৎ যাঁরা ৩১ জুলাই ২০২৩-এর মধ্যে আয়কর রিটার্ন ফাইল করবেন না, তাঁদের আইটিআর ফাইল করার জন্য জরিমানা করতে হবে।

কোথায় ফাইল করবেন আইটিআর?
আইটিআর ফাইলিং-এর সুবিধা আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে (incometax.gov.in) বিনামূল্যে পাওয়া যায়। ওয়েবসাইটটি  করদাতাদের নির্দিষ্ট ইনপুট প্রদানের মাধ্যমে তাঁদের নিজস্ব রিটার্ন দাখিল করা সহজ করে তোলে।

আইটিআর (ITR) ফর্মে নতুন কী আছে?
আয়কর বিভাগের বিজ্ঞপ্তিতে প্রকাশিত নতুন আইটিআর ফর্মে ক্রিপ্টো এবং অন্যান্য ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয়ের জন্য একটি পৃথক শিডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার বাজেটে ক্রিপ্টো আয়ের উপর কর আরোপের নিয়ম ঘোষণা করেছিল।

Advertisement

আরও পড়ুন - প্রচণ্ড গরম ও দূষণেও তুলতুলে ত্বক দেবে নারকেলের জল, ব্যবহার করুন এভাবে

 

Advertisement