Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় বদল, এবার 'সাইলেন্ট ট্রেনে' উত্তরবঙ্গ

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় বদল আনল শিয়ালদা ডিভিশন, এবার 'সাইলেন্ট ট্রেনে' সফর করবেন যাত্রীরা

Advertisement
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় বদল, এবার 'সাইলেন্ট ট্রেনে' উত্তরবঙ্গকাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
হাইলাইটস
  • ট্রেনটির আইসিএফ রেকগুলিকে বদলে দেওয়া হল অত্যাধুনিক এলএইচবি কোচে।
  • নতুন এলএইচবি কোচের ফলে যাত্রীরা আগের তুলনায় অনেক আরামদায়ক সফর করতে পারবেন।
  • কোনওরকম সংঘর্ষ বা লাইনচ্যুতির ঘটনার ক্ষেত্রে কোচগুলি একটির উপর একটি উঠে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

যাত্রী সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিল পূর্ব রেল। বাংলার সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যেকার অন্যতম কানেক্টিং ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড় বদল আনল শিয়ালদা ডিভিশন। ট্রেনটির আইসিএফ রেকগুলিকে বদলে দেওয়া হল অত্যাধুনিক এলএইচবি কোচে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন এলএইচবি কোচের ফলে যাত্রীরা আগের তুলনায় অনেক আরামদায়ক সফর করতে পারবেন। পাশাপাশি নিরাপত্তাও বৃদ্ধি পাবে। 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ এ প্রসঙ্গে জানিয়েছেন, ট্রেনটি এলএইচবি কোচ হওয়ায় সিটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সবগুলি ক্লাস মিলে মোট ১৫০টি সিটের সংখ্যা  বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

LHB কোচে নিরাপত্তার বৈশিষ্ট্য-

LHB কোচগুলি অ্যান্টি-টেলিস্কোপিক ডিজাইনে তৈরি হয়। ফলে কোনওরকম সংঘর্ষ বা লাইনচ্যুতির ঘটনার ক্ষেত্রে কোচগুলি একটির উপর একটি উঠে যাওয়ার সম্ভাবনা অনেক কম।

LHB কোচে উন্নত ব্রেকিং সিস্টেম জোড়া হয়েছে। ফলে দুর্ঘটনা এড়ানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। পাশাপাশি, এই কোচগুলি পুরনো কোচের তুলনায় বেশি গতিতেও ছুটতে পারে। যদিও বর্তমানে ট্র্যাকগুলি পুরনো হওয়ায় সর্বোচ্চ গতিতে ছুটতে পারবে  না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

এবার যাত্রা হবে আরামদায়ক

LHB কোচগুলি যাত্রীদের সফরের অভিজ্ঞতাকে আরও আপগ্রেড করে। কারণ, এর উন্নত সাসপেনশন ও বগির অত্যাধুনিক ডিজাইনের ফলে যাত্রীরা অনেক কম মাত্রায় ঝাঁকুনি অনুভব করেন। ফলে যাত্রা হয় আরামদায়ক।

এছাড়া, LHB কোচগুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বগির ভিতরে পরিবেশ আরও 'সাইলেন্ট' হয়। অর্থাৎ LHB কোচে ঝাঁকুনির পাশাপাশি শব্দের মাত্রাও অনেক কম হয়। এগুলি ছাড়াও, LHB কোচে যাত্রীরা উজ্জ্বল আলো, আরও চওড়া সিট, মডুলার টয়লেটের সুবিধা পান। যা যাত্রীদের আরামদায়ক ও শান্তিপূর্ণ সফরের অভিজ্ঞতা দেয়। 
 

POST A COMMENT
Advertisement