সোনা ও রুপোর দামসোনা এবং রুপোর দামে বেশ কিছুদিন ধরেই নামা-ওঠা চলছে। কখনও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো কখনও আবার লাফাচ্ছে রুপো। তবে শুক্রবারের কথা যদি বলা হয়, তাহলে দাম পড়েছে রুপোর। আসলে কিছুদিন ধরে লাগাতার বেড়েছিল রুপোর দাম। তবে হুট করে প্রতিকিলোর দাম ৪৩৯ টাকা পড়ে গিয়েছে। তবে অপর দিকে দামি হয়েছে সোনার। তাই আর সময় নষ্ট না করে সোনা এবং রুপোর দাম জেনে নিন।
হঠার করে দাম পড়েছে রুপোর
শেষ ট্রেডিং ডে-তে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম অনেকটাই কমেছে। আসলে মার্চ ৫ সিলভার ফিউচারের দাম অনেকটাই বেড়েছিল। এমনকী ১ কেজি রুপোর দাম পৌঁছে গিয়েছিল ২০৮৬০৩ টাকায়। এটাই ছিল রুপোর দামের সর্বকালীন রেকর্ড। তবে সেই দাম বেশিক্ষণ থাকেনি। মার্কেট বন্ধ হওয়ার আগেই ২০৮০০০ প্রতি কেজি দাঁড়ায় রুপোর দাম। আগের দিনের থেকে দাম কমে যায় ৪৩৯ টাকা।
সোনার দাম হুট করে বৃদ্ধি পেয়েছে
তবে রুপোর দাম কমলেও আবার বেড়েছে সোনা। এ দিন MCX-এ সোনার দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই। ৫ ফেব্রুয়ারি ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে সোনার দাম কমেছিল ৯৬৬ টাকা। তবে হঠাৎ করেই দাম বাড়তে শুরু করে। শেষমেশ দাম কমেছিল ১৩৪২০৬ টাকায়।
ডোমেস্টিক মার্কেটে কমেছে দাম
MCX গোল্ড এবং সিলভার রেট নেমেছে। তবে অভ্যন্তরীণ মার্কেটে দাম অনেকটাই কমেছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন IBJA.com থেকে জানা যাচ্ছে ২৪ ক্যারেট সোনার দাম ৬৯৫ টাকা প্রতি ১০ গ্রামে কমেছে।
সোনার কত টাকা রেট?
২৪ ক্যারেট সোনার দাম ১৩১৭৭৯ টাকা প্রতি ১০ গ্রাম
২২ ক্যারেট সোনার দাম ১২৮৬২০ টাকা প্রতি ১০ গ্রাম
২০ ক্যারেট সোনার দাম ১১৭২৮০ টাকা প্রতি ১০ গ্রাম
১৮ ক্যারেট সোনার দাম ১০৬৭৪০ টাকা প্রতি ১০ গ্রাম
১৪ ক্যারেট সোনার দাম ৮৫০০০ টাকা প্রতি ১০ গ্রাম
তবে শুধু সোনার দামই নয়, সেই সঙ্গে কমে গিয়েছে রুপোর দামও। IBJA ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, রুপোর দাম ২০১১২০ টাকা থেকে ২০০০৬৭ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে দাম কমেছে প্রায় ১০৫৩ টাকা।
মাথায় রাখতে হবে IBJA website-এর দাম সারা দেশে একই জায়গায় থাকে। তবে আপনি সোনার গয়না কিনতে চাইলে এর সঙ্গে সোনার দাম জুড়ে যাবে। পাশাপাশি দিতে হবে মেকিং চার্জ।