scorecardresearch
 

Kolkata Traffic Police Puja Guide Map : পুজোয় কোথায় কোন ঠাকুর-কীভবে যাবেন, গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

শহর কলকাতা (Kolkata) তথা গোটা রাজ্যজুড়ে এখন উৎসবের আমেজ। শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধনও। ইতিমধ্যেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেক এফডি ব্লক ও টালা প্রত্যয়ের মতো পুজোগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ সন্ধ্যায় ভার্চুয়ালি রাজ্যের প্রায় ২৩০টি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এছাড়াও সোমবার থেকে বেশ কয়েকটি পুজোয় সশরীরেও গিয়ে উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

Advertisement
পুজোর গাইড ম্যাপ প্রকাশ পুজোর গাইড ম্যাপ প্রকাশ
হাইলাইটস
  • পুজোর গাইড ম্যাপ
  • প্রকাশ কলকাতা পুলিশের
  • ফেসবুক পেজ থেকে করা যাবে ডাউনলোড

পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলো কলকাতা পুলিশ। পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার বিকেলে প্রকাশ করা হল ওই ম্যাপ (Kolkata Traffic Police Puja Guide Map)। কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক (Facebook) পেজ থেকে শেয়ার করা হয়েছে ম্যাপের ছবি। দেওয়া হয়েছে ডাউনলোডের লিঙ্কও। 

শহর কলকাতা (Kolkata) তথা গোটা রাজ্যজুড়ে এখন উৎসবের আমেজ। শুরু হয়ে গিয়েছে পুজোর উদ্বোধনও। ইতিমধ্যেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেক এফডি ব্লক ও টালা প্রত্যয়ের মতো পুজোগুলির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ সন্ধ্যায় ভার্চুয়ালি রাজ্যের প্রায় ২৩০টি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এছাড়াও সোমবার থেকে বেশ কয়েকটি পুজোয় সশরীরেও গিয়ে উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

প্রসঙ্গত, একদিকে করোনা পরিস্থিতি (Corona Situation) বেশকিছুটা কাটিয়ে ওঠা এবং অন্যদিকে ইউনেস্কোর (UNESCO) তরফে দুর্গাপুজোকে (Durga Puja 2022) বিশেষ স্বীকৃতি দেওয়ার পর এবারের শারদোৎসব ঘিরে স্বভাবতই রয়েছে বাড়তি উত্তেজনা। এই বছর কলকাতার মণ্ডপগুলিতে অতিরিক্ত অনেকটাই ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শহরের কোন প্রান্তে কেমন পুজো হচ্ছে, কিংবা খুব সহজে সেখানে কীভাবে সেখানে পৌঁছনো যাবে, তা জানতে কলকাতা ট্র্যাফিক পুলিশের এই গাইড ম্যাপটি বিশেষভাবে কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। 

এদিকে ঠাকুর দেখতে ও রাতে বাড়ি ফিরতে যাতে মানুষের কোনওরকম অসুবিধা না হয় সেই দিকটি মাথায় রেখে এবারেও ভোররাত পর্যন্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। একইসঙ্গে সারারাত বাস পরিষেবাও চালু রখছে রাজ্য পরিবহণ দফতর। 

আরও পড়ুনSBI-তে সাড়ে ৬ হাজারের বেশি চাকরি, রইলো আবেদনের খুঁটিনাটি


 

Advertisement
Advertisement