Krishak Bandhu: কৃষক বন্ধুর টাকা কবে ঢুকছে? আলু চাষের মধ্যেই সুখবর আসতে পারে

রাজ্যের কৃষকদের জন্য সুখবর। খুব শীঘ্রই তাঁরা কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। জানা যাচ্ছে, শীতকালীন বা রবি মরশুমের কিস্তির টাকা ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement
কৃষক বন্ধুর টাকা কবে ঢুকছে? আলু চাষের মধ্যেই সুখবর আসতে পারেকৃষক বন্ধুর টাকা কবে ঢুকছে? আলু চাষের মধ্যেই সুখবর আসতে পারে
হাইলাইটস
  • ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে
  • যদিও সরকারি তরফ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি

রাজ্যের কৃষকদের জন্য সুখবর। খুব শীঘ্রই তাঁরা কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন। জানা যাচ্ছে, পরবর্তী কিস্তির টাকা ডিসেম্বর মাসেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যদিও সরকারি তরফ এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু তারিখ জানানো হয়নি। তবে বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে আশা করা হচ্ছে যে ডিসেম্বর মাসে কৃষক বন্ধুর টাকা কৃষকরা পেয়ে যাবেন। কারণ গত বছর ১২ ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল।

২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য। এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া।  এই প্রকল্পে বছরে দু’দফায় টাকা দেওয়া হয়। মূলত খরিফ মরশুম এবং রবি মরশুমে এই প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করা হয়। চাষজমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ ১০ হাজার, সর্বনিম্ন ৪ হাজার টাকা করে পান। যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাঁরা বছরে একর প্রতি ১০ হাজার টাকা পাবেন। যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাঁরা একর প্রতি চার হাজার টাকা করে পাবেন। এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। এছাড়াও, এই প্রকল্প অধীনে থাকা কৃষকরা ৬০ বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে।

কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বাড়তে বাড়তে এখন ১ কোটি ছাড়িয়েছে। জমির মালিক নন, এমন বর্গাদার বা ভাগচাষিরাও এই প্রকল্পের সুবিধা পান। 

আপনি স্টেটাস চেক করতে পারেন

কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net এ যান। কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশন পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করুন। আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে। আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে ও সার্চ বটনে ক্লিক করতে হবে। যদি Transaction Successfully লেখা দেখা যায় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখতে হবে। আপনি যদি কোনও রেকর্ড খুঁজে না পান, তাহলে আপনাকে আপনার স্টেটাস সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে।

Advertisement

দ্বিতীয় পদ্ধতি

কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি না তা জানার সব থেকে সহজ উপায় হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা। অথবা আপনার ফোনের মেসেজ বক্স চেক করুন। যদি আপনার ফোনের মেসেজে অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ২০০০ টাকার ঢোকার মেসেজ আসে তাহলে জানবেন যে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে।

POST A COMMENT
Advertisement