scorecardresearch
 

LIC Policy: এলআইসি-র এই বাম্পার পলিসিতে ১৭২ টাকা দিলে মেয়াদ শেষে পাবেন ২৮.৫ লক্ষ

LIC Policy: এলআইসি-র পলিসিতে বিনিয়োগ করে মেয়াদ শেষে পাবেন মোটা টাকা। সেই সঙ্গে গ্রাহকের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি পাবেন প্রতিশ্রুত টাকা।

Advertisement
LIC-তে বিনিয়োগ করে মেয়াদ শেষে পান মোটা টাকা।  LIC-তে বিনিয়োগ করে মেয়াদ শেষে পান মোটা টাকা।
হাইলাইটস
  • এলআইসি-তে বিনিয়োগ করে মোটা লাভ।
  • ২৮. ৫ লক্ষ টাকা মেয়াদ শেষে।
  • প্রতিদিন করুন ১৭২ টাকার বিনিয়োগে।

নানা শ্রেণির ব্যক্তিদের কথা মাথায় রেখে বিমা প্রকল্প এনেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। তেমনই একটি পলিসি LIC's Jeevan Lakshya। এই পলিসি নিলে বিমার সুবিধার সঙ্গে সেভিংসও করতে পারবেন। প্রতিদিন মাত্র ১৭২ টাকা জমা করে ২৮.৫ লক্ষ টাকার মালিক হওয়ার সুযোগ রয়েছে। 

এলআইসি জীবনলক্ষ্য পলিসি (LIC's Jeevan Lakshya Policy) 

এটি নন-লিংকড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল এলআইসি প্ল্যান। এই প্ল্যানে বিমা গ্রাহকরা পান বার্ষিক আয়ের (Annual Income) সুবিধা। যা পরিবার বিশেষ করে সন্তানদের দরকারে কাজে লাগে। পলিসির মেয়াদ পূরণের আগে বিমা গ্রাহকের মৃত্যু হলে নমিনি পুরো টাকা পেয়ে যান।

কমপক্ষে ১ লক্ষ টাকার জন্য এই বিমা করাতে পারেন। যদিও এর কোনও সীমা নেই। ১৩ থেকে ২৫ বছরের টার্মে পলিসি নিতে পারে। পলিসি টার্মের তিন বছর আগে পর্যন্ত প্রিমিয়াম জমা করতে হবে। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবর্ষ ও বার্ষিক প্রিমিয়ামের সুবিধা পাবেন গ্রাহকরা। ১৮ বছর বয়স হয়ে গেলে এই পলিসি করাতে পারেন। পলিসি করার সর্বোচ্চ বয়স ৫০ বছর। মেয়াদের সর্বোচ্চ বয়স ৬৫। 

মেয়াদ শেষে ২৮.৫ লক্ষ 

কোনও ব্যক্তির বয়স ২৯ বছর হলে ১৫ লক্ষ টাকার বিমা বিকল্প নিতে পারেন। ২৫ বছরে ডবল বোনাস-সহ পাবেন ২৮.৫০ লক্ষ টাকা। 

কত প্রিমিয়াম

কোনও ব্যক্তি ১৫ লক্ষের পলিসি ২৫ বছরের মেয়াদ বাছলে ২২ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। এলআইসি-র নিয়ম অনুযায়ী প্রতি মাসে জমা করতে হবে ৫১৬৯ টাকার (প্রতিদিন প্রায় ১৭২ টাকা) প্রিমিয়াম। প্রথম বছরে ৪.৫ শতাংশ এবং দ্বিতীয় বছরে ২.২৫ শতাংশ জিএসটি ধার্য হবে। আর মেয়াদ শেষের আগে বিমাগ্রাহকের মৃত্যু হলে তাঁর মনোনীত ব্যক্তি পাবেন ১৬.৫ লক্ষ টাকা।          

Advertisement

আরও পড়ুন- ১৬ মার্চ ১৫ টাকা বাড়ছে পেট্রোল-ডিজেল! এভাবে SMS পাঠিয়ে জানুন দাম

 

Advertisement