LIC Bima Sakhi Yojna: মাধ্যমিক পাশ করেই প্রতি মাসে ৭ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবেই, LIC-র সুপারহিট স্কিম...

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা LIC-এর উপর আমাদের বিরাট ভরসা রয়েছে। তাই আজও হিট এলআইসি-এর একাধিক পলিসি। আর আজ এমন একটা পলিসির কথাই বলব। এই পলিসিটি মহিলাদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যতের ব্যবস্থা করতে পারে। এই প্ল্যানটির নাম হল এলআইসি বিমা সখী যোজনা (LIC Bima Sakhi Yojna)। এই স্কিমের মাধ্যমে আপনি ৭০০০ টাকা প্রতিমাসে কামিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি মিলবে কমিশন। তাই এই প্ল্যানের বিষয়ে বিশদে জেনে নিন।

Advertisement
মাধ্যমিক পাশ করেই প্রতি মাসে ৭ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবেই, LIC-র সুপারহিট স্কিম... এলআইসি বিমা সখী যোজনা
হাইলাইটস
  • লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা LIC-এর উপর আমাদের বিরাট ভরসা রয়েছে
  • তাই আজও হিট এলআইসি-এর একাধিক পলিসি
  • এই প্ল্যানটির নাম হল এলআইসি বিমা সখী যোজনা

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা LIC-এর উপর আমাদের বিরাট ভরসা রয়েছে। তাই আজও হিট এলআইসি-এর একাধিক পলিসি। আর আজ এমন একটা পলিসির কথাই বলব। এই পলিসিটি মহিলাদের জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যতের ব্যবস্থা করতে পারে। এই প্ল্যানটির নাম হল এলআইসি বিমা সখী যোজনা (LIC Bima Sakhi Yojna)। এই স্কিমের মাধ্যমে আপনি ৭০০০ টাকা প্রতিমাসে কামিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি মিলবে কমিশন। তাই এই প্ল্যানের বিষয়ে বিশদে জেনে নিন।

কবে থেকে শুরু স্কিম?

২০২৪ সালের ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী সরকার একটা স্পেশাল এলআইসি স্কিম সামনে এনেছে। এটি মহিলাদের স্কিম। এই স্কিম মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যেই সামনে আনা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্ল্যানের মাধ্যমে মহিলারা মাসিক আয় পাবেন। যার ফলে তাদের আর কারও প্রতি নির্ভর করতে হবে না। আর সবথেকে বড় কথা, এই প্ল্যানের মাধ্যমে আপনি ৭০০০ টাকা করে পেতে থাকবেন।

বিরাট জনপ্রিয় এই স্কিম

এলআইসি-এর এই স্কিম খুবই জনপ্রিয়। এটি ঘোষণা হওয়ার পরই এক মাসের মধ্যে ৫০০০০ মহিলা এই স্কিমে রেজিস্টার করেন। এই স্কিমের মাধ্যমে গ্রামের মহিলারা নতুন করে জীবন বাঁচার রসদ খুঁজে পেয়েছে বলেই মত বিশেজ্ঞদের।

এই স্কিমের যেই সব মহিলারা অংশ নিয়েছেন, তাদের সকলকেই এলআইসি এজেন্ট হিসাবে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হবে। শুধু তাই নয়, যারা এই ট্রেনিং নেবে, তাদের প্রথম বছর প্রতি মাসে ৭০০০ টাকা, পরের বছর প্রতি মাসে ৬০০০ টাকা করে এবং তৃতীয় বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়া কোনও মহিলা যদি নিজের টার্গেট করে ফেলেন, তাহলে মিলবে ইনসেন্টিভ।

কারা অ্যাপ্লাই করতে পারবে?

বিমা সখী স্কিমে আপনি অনলাইনে অ্যাপলাই করতে পারেন। এক্ষেত্রে বয়সের প্রমাণপত্র থেকে শুরু করে মাধ্যমিক পাশ করার সার্টিফিকেট লাগবে।

কীভাবে অ্যাপ্লাই?

১. https://licindia.in/test2 ওয়েবসাইটে যান

Advertisement

২. স্ক্রল ডাউন করুন এবং বিমা সখীতে ক্লিক করুন

৩. এবার নতুন স্ক্রিনে ফর্ম ফিলআপ করুন

৪. ক্যাপচা দিয়ে করুন সাবমিট

কারা অ্যাপ্লাই করতে পারবেন?

১৮ বছর থেকে ৭০ বছর বয়সীরা এতে অ্যাপ্লাই করতে পারবেন। তার বাইরে বয়স হলে পারবেন না। এছাড়া কোনও এলআইসি এজেন্ট বা কর্মচারীও এতে অ্যাপ্লাই করতে পারবেন না।

 

POST A COMMENT
Advertisement