আগামী ৪ থেকে ৯ মে-এর মধ্যে খুলছে ভারতীয় জীবন বিমা বা LIC-র আইপিও (LIC IPO)। এর মাধ্যমে ৩.৫ শতাংশ বিক্রি করবে সরকার এবং তুলবে ২১ হাজার কোটি টাকা। এটিই হতে চলেছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় আইপিও। এখনও পর্যন্ত এই রেকর্ড ছিল Paytm IPO-র। সেটি ছিল ১৮,৩০০ কোটি টাকার। এছাড়াও রয়েছে ১৫,৫০০ কোটি টাকার কোল ইন্ডিয়া আইপিও (Coal India IPO) এবং ২০০৮ সালের ১১,৭০০ কোটি টাকার রিলায়েন্স পাওয়ার আইপিও (Reliance Power IPO)।
LIC IPO-র তারিখ
২ মে - Anchor tranche
৪ থেকে ৯ মে - Public offering
LIC IPO Issue size - ২২.১৩ কোটি শেয়ার, মোট শেয়ারের ৩.৫ শতাংশ।
LIC IPO Reservations -
পলিসি হোল্ডারদের জন্য - ইস্যুর ১০ শতাংশ - ২.২১ কোটি শেয়ার
কর্মচারিদের জন্য - ০.১৫ কোটি শেয়ার
পলিসি হোল্ডার ও কর্মচারিদের রিজারভেশনের পর যে শেয়ার বাঁচবে, তার ৫০ শতাংশ QIB-র জন্য, ৩৫ শতাংশ রিটেল ইনভেস্টার্সদের জন্য এবং ১৫ শতাংশ এনআইআই-এর জন্য। QIB-র অংশের ৬০ শতাংশ শেয়ার Anchor investors-দের জন্য রিজার্ভ থাকবে।
LIC IPO Price band - ৯০২ থেকে ৯৪৯
LIC IPO Bid lot size - ১৫
রিটেল ইনভেস্টার্স ও কর্মচারিদের জন্য ছাড় - ৪৫ টাকা
পলিসি হোল্ডারদের জন্য ছাড় - ৬০ টাকা
কীভাবে করবেন আবেদন?
১. নিজের নেট-ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন
২. ইনভেস্টমেন্ট সেকশানে গিয়ে IPO/e-IPO অপশানে ক্লিক করুন
৩. ডিপজিটরি এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভরুন
৪. ভেরিফিকেশান প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন
৫. ভেরিফিকেশান পরে 'Invest in IPO' অপশানটি বেছে নিন।
৬ . সেই তালিকায় LIC IPO সিলেক্ট করুন।
৭. শেয়ারের সংখ্যা এবং বিড প্রাইস দিন
৮. সমস্ত তথ্য ফের পরীক্ষা করুন। সব ঠিক থাকলে 'Apply Now'-তে ক্লিক করুন।
আরও পড়ুন - দুর্ঘটনায় গুরুতর আহত অনুব্রতর দেহরক্ষী, স্থানান্তরিত কলকাতায়