Reshuffle In West Bengal Police : রাজ্যপুলিশে বড়সড় রদবদল, একাধিক জেলার SP পরিবর্তন

রাজ্যপুলিশে বড়সড় রদবদল। পরিবর্তন করা হল একাধিক জেলা ও পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ বিভিন্ন পদে। রদবদল করা হয়েছে একাধিক কমিশনারেটের পদেও। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পদে করা হল রদবদল। 

Advertisement
রাজ্যপুলিশে বড়সড় রদবদল, একাধিক জেলার SP পরিবর্তন প্রতীকী ছবি
হাইলাইটস
  • পুলিশে বড়সড় রদবদল
  • এসপি-সহ বিভিন্ন পদে পরিবর্তন
  • রদবদল একাধিক কমিশনারেটেও

আবারও রাজ্যপুলিশে বড়সড় রদবদল। পরিবর্তন করা হল একাধিক জেলা ও পুলিশ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ বিভিন্ন পদে। রদবদল করা হয়েছে একাধিক কমিশনারেটের পদেও। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন পদে করা হল রদবদল। 

পুলিশে রদবদল
রাজেশ কুমার যাদব - বর্তমানে রয়েছেন আইজি এসটিএফ, পশ্চিমবঙ্গ পদে, হলেন অতিরিক্ত সিপি-৩, কলকাতা।

দেবস্মিতা দাস - বর্তমানে রয়েছেন ডিসি,ডিডি, স্পেশাল, কলকাতা পদে, হলেন ডিসি হেড কোয়ার্টার, বিধাননগর পিসি।

অমিতাভ মাইতি - বর্তমানে রয়েছেন এসপি মালদা পদে, হলেন এসএস, আইবি, পশ্চিমবঙ্গ।

সূর্য প্রতাপ যাদব - বর্তমানে রয়েছেন ডিসি হেড কোয়ার্টার, বিধাননগর পিসি পদে, হলেন ডিসি,ডিডি, স্পেশাল, কলকাতা।

ভিএসআর অনন্তনাগ - বর্তমানে রয়েছেন এসএস, আইবি, পশ্চিমবঙ্গ পদে, হলেন এসএস, ইবি, পশ্চিমবঙ্গ।

পুষ্পা - বর্তমানে রয়েছেন এসআরপি, খড়গপুর পদে, হলেন এসপি, বারুইপুর পিডি।

প্রদীপ কুমার যাদব - বর্তমানে রয়েছেন এসএস, সিআইডি, পশ্চিমবঙ্গ পদে,  হলেন এসপি মালদা।

অভিজিৎ ব্যানার্জী - বর্তমানে রয়েছেন এসপি, ডায়মন্ডহারবার পিডি পদে, হলেন এসপি, রানাঘাট পিডি।

সায়ক দাস - বর্তমানে রয়েছেন এসপি, রানাঘাট পিডি, হলেন এসএস, সিআইডি, পশ্চিমবঙ্গ।

ধৃতিমান সরকার - বর্তমানে রয়েছেন এসপি বাঁকুড়া পদে, হলেন এসপি, ডায়মন্ডহারবার পিডি।

প্রবীণ প্রকাশ - বর্তমানে রয়েছেন ডিসি হেড কোয়ার্টার চন্দননগর পিসি, হলেন ডিসি, সাইবার ক্রাইম, কলকাতা।

নিধি রানি - বর্তমানে রয়েছেন ভাইস প্রিন্সিপাল এসভিএসপিএ, ব্যারাকপুর পশ্চিমবঙ্গ পদে, হলেন ডিসি হেড কোয়ার্টার চন্দননগর পিসি।

সৌম্যদীপ ভট্টাচার্য - বর্তমানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার দার্জিলিং পদে, হলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার হুগলি গ্রামীণ।

ঐশ্বর্য সাগর - বর্তমানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার হুগলি গ্রামীণ পদে, হলেন ওএসডি, পূর্ব মেদিনীপুর এসপি অফিস।

শ্রদ্ধা এন পান্ডে - বর্তমানে রয়েছেন ওএসডি, পূর্ব মেদিনীপুর এসপি অফিস পদে, হলেন অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া পূর্ব মেদিনীপুর।

Advertisement

পার্থ ঘোষ - বর্তমানে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, হলদিয়া পূর্ব মেদিনীপুর পদে, হলেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার দার্জিলিং।

আরও পড়ুনবৃষ্টির জন্য সোমবারের অপেক্ষা, আপাতত তাপপ্রবাহই


 

POST A COMMENT
Advertisement