scorecardresearch
 

LIC Policy Link With PAN: সাসপেন্ড হতে পারে LIC পলিসি, PAN লিঙ্ক করা আছে তো?

আগামী ৩১ মার্চের আগে এলআইসি পলিসি ও প্যান কার্ডের লিঙ্ক (LIC Policy Pan Link) করা বাধ্যতামূলক৷ এলআইসি পলিসি ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে।

Advertisement
LIC পলিসির সঙ্গে PAN লিঙ্ক LIC পলিসির সঙ্গে PAN লিঙ্ক
হাইলাইটস
  • ৩১ মার্চের আগে এলআইসি পলিসি ও প্যান কার্ডের লিঙ্ক করতে হবে
  • অন্যথায় ভবিষ্যতে পলিসি সংক্রান্ত কোনও পরিষেবা পেতে সমস্যায় পড়বেন

আপনি যদি এলআইসি-র থেকে কোনও বিমা পলিসি কিনে থাকেন, তাহলে আপনার জন্য এই খবর গুরুত্বপূর্ণ। এলআইসি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে গ্রাহকরা যদি এলআইসি পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (LIC Policy Link With PAN) না করে থাকেন তবে শীঘ্রই করুন, অন্যথায় ভবিষ্যতে পলিসি সংক্রান্ত কোনও পরিষেবা পেতে সমস্যায় পড়বেন। এলআইসি পলিসি সাসপেন্ড হয়ে যাবে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation of India) বলেছে যে আগামী ৩১ মার্চের আগে এলআইসি পলিসি ও প্যান কার্ডের লিঙ্ক (LIC Policy Pan Link) করা বাধ্যতামূলক৷

এলআইসি পলিসি ও প্যান কার্ড লিঙ্ক করার জন্য কয়েকটি পদক্ষেপ অনুসরণ করতে হবে। এই পদক্ষেপে খুব সহজেই এটা করা যাবে।

আরও পড়ুন: Sabooj Sathi Scheme: সবুজসাথীর সাইকেল পাননি? কোথায়-কীভাবে জানাবেন অভিযোগ, রইল

কীভাবে এলআইসি পলিসি ও প্যান লিঙ্ক করবেন?

গ্রাহকদের এলআইসি ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে অথবা তাঁরা linkpan.licindia.in/UIDSedingWebApp/getPolicyPANStatus-এ যেতে পারেন। এখানে আপনি অনলাইনে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে পারেন এবং এর স্ট্যাটাস চেক করতে পারেন।

  • প্রথমে linkpan.licindia.in/UIDSedingWebApp/getPolicyPANSstatus লিখে সার্চ করুন এবং লগইন করুন।
  • এখন পলিসি নম্বর লিখুন।
  • এর পর জন্ম তারিখের তথ্য পূরণ করুন।
  • এখন প্যান কার্ডের বিশদ লিখুন। তারপর ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
  • এখন PAN LI থেকে লিঙ্কের তথ্য আপনার ডিসপ্লেতে দেখানো হবে।

প্যান কার্ড লিঙ্ক না হলে কী করবেন? 

যদি আপনার PAN কার্ড LIC-র পলিসির লিঙ্ক না থাকে, তাহলে আপনাকে 'click here to register your PAN with us'-এ যেতে হবে। একটি নতুন পেজ খুলবে। আপনাকে এই পেজে সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে। LIC পলিসির সঙ্গে আপনার PAN লিঙ্ক করতে, linkpan.licindia.in/UIDSedingWebApp/home-এ লগইন করুন।

Advertisement
  • লগ ইন করার পরে, জন্মতারিখ এবং প্যান বিবরণ পূরণ করুন।
  • এবার Gender অপশন সিলেক্ট করুন।
  • প্যান কার্ডের ভিত্তিতে ইমেল আইডি, প্যান বিবরণ এবং পুরো নাম পূরণ করুন।
  • এর পরে মোবাইল নম্বর, পলিসি নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।
  • এখন এটিতে ক্লিক করুন এবং মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন।
  • OTP প্রবেশ করার পরে, আপনার LIC প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা হবে।

Advertisement