পশ্চিমবঙ্গ সরকার অনেকগুলি সামাজিক প্রকল্প চালায়। তার মধ্যে অন্যতম হল সবুজসাথী প্রকল্প (Sabooj Sathi Scheme)। এই প্রকল্পে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসা নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়া ছাত্র-ছাত্রীদের সাইকেল (Bi-Cycles) দেওয়া হয়। ২০১৫-২০১৬ সালের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র এই প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পে রাজ্যে চল্লিশ লক্ষ ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। ২০১৫ সালের সেপ্টেম্বরে পশ্চিম মেদিনীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই প্রকল্পের শুভ সূচনা করেন।
বর্তমানে রাজ্যের স্কুলগুলি থেকে সবুজসাথীর সাইকেল দেওয়া হচ্ছে। রোজই বহু ছাত্র-ছাত্রী নতুন সাইকেল নিয়ে বাড়ি ফিরছে। তবে, এমনও অনেক ছাত্র-ছাত্রী রয়েছে, যারা কোনও কারণে সাইকেল পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের কী করণীয়, তা আমার এই প্রতিবেদন জানব।
আরও পড়ুন: Kisan Credit Card: এই স্কিমে ব্যাঙ্ক থেকে স্বল্পসুদে ঋণ পাবেন কৃষকরা, কীভাবে আবেদন ?
সবুজসাথীর সাইকেল না পেলে কী করবেন?
সবুজসাথীর সাইকেল স্কুল থেকেই দেওয়া হয়। স্কুলের তরফেই নাম পাঠানো হয় প্রশাসনের কাছে। তাই প্রথমেই স্কুলের প্রধানশিক্ষক বা দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের সঙ্গেই যোগাযোগ করতে হবে। এতে যদি কোনও কাজ না হয় তবে সবুজসাথীর ওয়েবসাইটে গিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
অনলাইনে অভিযোগ জানান এভাবে