scorecardresearch
 

Bus Online Ticket: অফিসে বেরোনোর আগে বাড়িতেই কেটে ফেলুন বাসের টিকিট, এই অ্যাপেই কামাল

বাড়ি থেকেই কাটা যাবে লোকাল বাসের টিকিট। অনেক সময়, খুচরো সমস্যার জেরে বাসে উঠে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রী ও বাস কন্ডাক্টরদের। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হল পরিবহন দপ্তর। শুধু স্মার্টফোনে ইনস্টল করতে হবে 'যাত্রীসাথী' অ্যাপ (Yatri Sathi App)।

Advertisement
এভাবে কাটুন বাসের টিকিট এভাবে কাটুন বাসের টিকিট

বাড়ি থেকেই কাটা যাবে লোকাল বাসের টিকিট। অনেক সময়, খুচরো সমস্যার জেরে বাসে উঠে ভাড়া দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রী ও বাস কন্ডাক্টরদের। এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগী হল পরিবহন দপ্তর। শুধু স্মার্টফোনে ইনস্টল করতে হবে 'যাত্রীসাথী' অ্যাপ (Yatri Sathi App)। শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শুধু সরকারি বাসের টিকিট নয়, এই অ্যাপের মাধ্যমে কাটা যাবে জলপথে পরিবহনের ফেরি সার্ভিসেরও টিকিট। এদিন মন্ত্রী তিনি জানান, ‘যাত্রীসাথী’ অ্যাপ অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। এই অ্যাপের মাধ্যমে বহু মানুষ ট্যাক্সি বা অন্যান্য গাড়ি বুক করা যাচ্ছে।

কোন কোন রুটের বাসের ক্ষেত্রে কাটা যাবে এই টিকিট
বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে AC-39, AC- 50A, AC-37A, V-1, S-10, S-23A, AC-2, AC-43, AC-40, AC-23A, EB-12, S-66 এই ১২টি সরকারি বাসের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পর একটি কিউ আর কোড মোবাইলে চলে আসবে। সেটা বাসে উঠে কন্ডাক্টরকে দেখালে, মেশিনের সাহায্যে টিকিট বের করে দেওয়া হবে। 

সেজে উঠবে নিউটাউনের বাসস্ট্যান্ড গুলিও
একইসঙ্গে, নিউটাউন মডেলে এবার কলকাতার বাস স্টপগুলিও সেজে উঠবে। নিউটাউনে প্রতিটি বাস স্টপেজে এলইডি ডিসপ্লে বোর্ড আছে। সেখানে কোন বাস কতক্ষণ পর কোথায় আছে, তার উল্লেখ থাকে। কলকাতার প্রতিটি বাস স্টপেজে সেই এলইডি ডিসপ্লে বোর্ড বসানোর কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ হবে।

আরও পড়ুন

কোথায় রয়েছে বাস জানা যাবে এই অ্যাপে
যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে কোন বাস কোথায় রয়েছে কখন কোন বাসস্টপেজে দাঁড়াবে, সেটাও যুক্ত হয়ে যাবে। আপাতত সরকারি বাস যুক্ত করা হলেও, আগামিদিনে বেসরকারি বাসকেও এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী।     

Advertisement

Advertisement