Mango Order Online : কোন ওয়েবসাইটগুলিতে অর্ডার করলে আমের হোম ডেলিভারি হবে? রইল

Reliance Jiomart থেকেও অনলাইনেও আম কিনতে পারেন। এখানে ৬টি আলফোনসো আমের দাম ৫৯৯ টাকা। যদি আপনার এলাকায় রিলায়েন্স জিওমার্টের ডেলিভারি পরিষেবা পাওয়া যায়, তাহলে আপনি এখান থেকেও অনলাইনে আম অর্ডার করতে পারেন।

Advertisement
কোন ওয়েবসাইটগুলিতে অর্ডার করলে আমের হোম ডেলিভারি হবে? রইলআম
হাইলাইটস
  • বাড়িতে বসেই হাতে পাবেন আম
  • অর্ডার করতে পারবেন অনলাইনে
  • জেনে নিন ওয়েবসাইটগুলির নাম

চলছে গরম কাল। আর গরম কাল মানেই আমের মরশুম। সেক্ষেত্রে এখন অনলাইনেও বিক্রি হচ্ছে আম। অনেক ওয়েবসাইট এবং অ্যাপ ভারতে অনলাইনে আম বিক্রি করছে। যেখান থেকে আপনিও আমের অর্ডার দিতে পারেন। যদি আপনার এলাকায় BigBasket-এর পরিষেবা পাওয়া যায়, তাহলে আম কেনার জন্য সেটি একটি দুর্দান্ত অনলাইন স্টোর। BigBasket মুদিখানার জিনিসপত্র বিক্রি করে। তবে এখান থেকে আমও কেনা যাবে। 

এছাড়াও  Amazon Fresh-এর মাধ্যমেও অনলাইনে আম কেনা যেতে পারে। এটি অ্যামাজনের নিজস্ব ওয়েবসাইট। এর মাধ্যমেও সংস্থা মুদিখানার সামগ্রী বিক্রি করে। তাছাড়া এখনে বিভিন্ন জাতের আমও পাওয়া যায়। 

Reliance Jiomart থেকেও অনলাইনেও আম কিনতে পারেন। এখানে ৬টি আলফোনসো আমের দাম ৫৯৯ টাকা। যদি আপনার এলাকায় রিলায়েন্স জিওমার্টের ডেলিভারি পরিষেবা পাওয়া যায়, তাহলে আপনি এখান থেকেও অনলাইনে আম অর্ডার করতে পারেন।

পাশাপাশি Blinkit থেকেও আম কেনা যায়। এই সাইট থেকে অনেক ধরনের আম কিনতে পারেন। এছাড়া এখানে কাঁচা আমও বিক্রি হয়। বর্তমানে কাঁচা আমের দাম এখানে ১০১ টাকা।  

এছাড়াও অন্য কোনও সাইট বা অ্যাপ থেকে আম কেনা যায়। তবে তার আগে অবশ্যই সাইটটির সত্যতা যাচাই করে দেখে নেওয়া উচিত। কারণ অনেক ভুয়ো ওয়েবসাইট বা অ্যাপও আম বিক্রির দাবি করে। সেক্ষেত্রে অন্য কোনও ওয়েবসাইটে অর্ডার করার সময় শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির অপশানটি বেছে নেওয়াই ভাল।

আরও পড়ুনLIC IPO নিয়ে বড় খবর! অ্যাঙ্কর ইনভেস্টর শর্টলিস্টেড, শুধু ঘোষণা বাকি

 

POST A COMMENT
Advertisement