হাইলাইটস
- ওবিসি ছাত্র-ছাত্রীরা বছরে ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবে
- ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া স্কলারশিপের টাকা পাবে বলে আশা করা হচ্ছে
পশ্চিমবঙ্গ সরকার কুড়িটিরও বেশি সামাজিক প্রকল্প চালায়। গত জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আরও একটি প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া সুবিধা পাবে। এই প্রকল্পের নাম মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship) স্কিম। এই স্কলারশিপ প্রকল্পে বছরে ৮০০ টাকা করে বৃত্তি বা স্কলারশিপ পেতে চলেছে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়ারা (OBC)।
মেধাশ্রী স্কলারশিপের (Medhashree Scholarship) টাকা কারা পাবে?
বাংলায় বসবাসকারী সমস্ত অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের আওতায় স্কলারশিপের টাকা পাবে।
মেধাশ্রী স্কলারশিপের (Medhashree Scholarship) আওতায় কত টাকা পাওয়া যাবে?
মেধাশ্রী স্কলারশিপের আওতায় রাজ্যের সমস্ত ওবিসি ছাত্র-ছাত্রীরা বছরে ৮০০ টাকা করে সরকারি বৃত্তি পাবে। পশ্চিমবঙ্গের সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত OBC শিক্ষার্থীরা এই টাকা পাবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় প্রায় ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া স্কলারশিপের টাকা পাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: PM Awas Yojana: PM আবাস যোজনায় আপনি বাড়ি পাচ্ছেন? লিস্টে নাম দেখার সহজ উপায়
যোগ্যতার মানদণ্ড:
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে।
- রাজ্য বা কেন্দ্র সরকারের শিক্ষা বোর্ড বা কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল/প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত ছাত্র-ছাত্রী হতে হবে।
- শুধুমাত্র পশ্চিমবঙ্গে অধ্যয়নরত শিক্ষার্থীরাই এই বৃত্তির জন্য আবেদন করতে পারে।
- একবার আবেদন করলেই অষ্টম শ্রেণি পর্যন্ত স্কলারশিপের টাকা পাওয়া যাবে।
- অন্য কোনও সরকারি স্কিম থেকে প্রি-ম্যাট্রিক বৃত্তি/আর্থিক সহায়তা প্রাপ্ত পড়ুয়ারা মেধাশ্রীর টাকা পাওয়ার জন্য যোগ্য হবে না।
- শিক্ষার্থীদের অবশ্যই কোর ব্যাঙ্কিং সুবিধা (CBS) সহ একটি বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
- যে কোনও ক্লাসে পড়ার জন্য বৃত্তি পাওয়া যাবে মাত্র এক বছরের জন্য একবারই। যদি কেউ একটি ক্লাসে ফেল করে, তবে সেই বছর সে দু'বার টাকা পাবে না। অর্থাৎ একই ক্লাসে থেকে গেলে একাধিকবার বৃত্তির টাকা মিলবে না।
- পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় আড়াই লাখের বেশি হলে চলবে না। এর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা একটি শংসাপত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে।
মেধাশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে?
ওবিসি সার্টিফিকেট
পরীক্ষার মার্কশিট
রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
পরিবারের আয়ের সার্টিফিকেট
আধার কার্ড
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
কালার ছবি
মেধাশ্রী স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করতে হবে (How To Apply Online For WB Medhashree Scholarship Scheme)?
- অনলাইনে শিক্ষাশ্রী ও মেধাশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া পদ্ধতি মেনে আবেদন করতে পারবেন।
- প্রথমে শিক্ষাশ্রী ও মেধাশ্রী পোর্টাল http://202.66.172.169/-তে যান।
- তারপর ইউজার টাইপে গিয়ে 'স্কুল লেভেল' অপশন বেছে নিন।
- এবার পরপর জেলা, সাব ডিভিশন, ব্লক বা পৌরসভা, স্কুলের নাম সিলেক্ট করতে হবে।
- তারপর লগইন করতে ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ড লিখুন।
- একটা নতুন পেজে 'অল অ্যাপ্লিকেশন লিস্টে' যেতে হবে।
- এরপরে 'ফ্রেশ অ্যাপ্লিকেশন' এ ক্লিক করুন। একটি ফর্ম চলে আসবে।
- সেখানে আবেদনকারীর নাম, পিতার নাম, ঠিকানা, জেলা, লিঙ্গ, বর্ণ, জন্ম তারিখ, স্টুডেন্ট কোড, জাতি / উপজাতি / ওবিসি শংসাপত্র নম্বর, বার্ষিক পারিবারিক আয়, আধার নম্বর, মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ইত্যাদি পূরণ করতে হবে।
- সবকিছু পূরণ করার পর ক্যাপচা দিয়ে 'সাবমিট'-এ ক্লিক করুন। এরপরই আপনার আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে।