Milk Price Increased: দুধের দাম বাড়ল রাজ্যে, এবার কোন সংস্থার?

লিটার প্রতি ১ টাকা করে বাড়ল দুধের দাম। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রতিষ্ঠান 'বাংলার ডেয়ারি' দুধের দাম বাড়ানো হল। ডবল টোন, স্টান্ডারাইজড দুধ ও গরুর দুধ তিন ধরনের দুধেরই দাম বাড়াল রাজ্য সরকার। 'বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি- বাংলার ডেয়ারি' দুধ অন্য ব্র্যান্ডগুলির থেকে কমে পাওয়া যেত। 

Advertisement
দুধের দাম বাড়ল রাজ্যে, এবার কোন সংস্থার?বাড়ল দুধের দাম

Banglar Dairy Milk Price Hike: লিটার প্রতি ১ টাকা করে বাড়ল দুধের দাম। পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রতিষ্ঠান 'বাংলার ডেয়ারি' দুধের দাম বাড়ানো হল। ডবল টোন, স্টান্ডারাইজড দুধ ও গরুর দুধ তিন ধরনের দুধেরই দাম বাড়াল রাজ্য সরকার। 'বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি- বাংলার ডেয়ারি' দুধ অন্য ব্র্যান্ডগুলির থেকে কমে পাওয়া যেত। 

বাজারে সরকারি এই দুধগুলির দাম নাগালের মধ্যে ছিল, তারও চরচর করে দাম বাড়ছে। শরীরে সমস্ত পুষ্টি জোগাতে পারে একমাত্র দুধই। সেই দুধের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের। 

গত কয়েক মাস ধরেই নামিদামি সংস্থাগুলি দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়াচ্ছিল। যে কারণে মাদার ডেয়ারি এবং অন্যান্য দুধ প্রস্তুতকারী সংস্থাও দুধের দাম বাড়িয়েছিল। 

বাংলার ডেয়ারি সংস্থার তথ্য অনুযায়ী, এর মধ্যে সুপ্রিম-এর ৫০০ মিলিলিটারের  দাম ২৬.৫০ টাকা, প্রাণসুধার দাম ২৪.৫০ টাকা, আয়ুষ টোনড মিল্ক ২০০ মিলি ১১ টাকা, স্বাস্থ্যসাথী দুধ ২১.৫০ টাকা, সুস্বাস্থ্য ১ লিটার ৩৭ টাকা রয়েছে।

বাংলার ডেয়ারি দুধের জনপ্রিয়তা এখন অনেকটাই। এই সংস্থার ওয়েবসাইট থেকে দুধের দামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকে লুজ এক লিটারের দুধ ৩৭ টাকা, ৫০০ মিলি টোনড দুধের দাম ২৫.৫০ টাকা, ২০০ এমএল টোন দুধের দান ১১ টাকা, ৫০০ মিলি গরুর দুধের দাম ২৪.৫০ টাকা, ৫০০ মিলি স্ট্যান্ডারাইজড দুধের দাম পড়বে ২৬.৫০ টাকা।

গত জুন মাসে আমূলের সব রকমের দুধের দাম ২ টাকা করে বৃদ্ধি করা হয়। ৩ জুন থেকে দেশব্যাপী নতুন দাম চালু হয়। আমূলের ৫০০ মিলি মহিষের দুধ, আমূল গোল্ড এবং আমূল শক্তির দাম হবে যথাক্রমে ৩৬, ৩৩ এবং ৩০ টাকা। শেষ বার  ফেব্রুয়ারি মাসে আমূলের দুধের দাম বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের।

POST A COMMENT
Advertisement