সেভিংস অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্সই ৫০,০০০ টাকা। বড় সিদ্ধান্ত দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের। ২০২৫ সালের ১ অগাস্ট থেকে খোলা নতুন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ন্যূনতম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (MAB) বাড়াল ICICI Bank। আপাতত ভারতের ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ MAB এখন আইসিআইসিআই ব্যাঙ্কেই। নতুন নিয়ম অনুযায়ী, মেট্রো ও শহরাঞ্চলের ব্র্যাঞ্চে ন্যূনতম ৫০,০০০ টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে এই সীমা ছিল ১০,০০০ টাকা। সেমি-আর্বান এলাকায় ৫,০০০ টাকা থেকে বেড়ে হবে ২৫,০০০ টাকা। গ্রামীণ এলাকার ব্র্যাঞ্চে আগে অ্যাকাউন্টে মিনিমাম ২,৫০০ টাকা ব্যালেন্স লাগত। এখন থেকে সেটা ১০,০০০ টাকা করা হল।
পেনাল্টি ও চার্জ
যদি এই মিনিমাম ব্যালেন্স (MAB) না রাখা হয়, সেক্ষেত্রে যতটা কম আছে, তার ৬% বা ৫০০ টাকা(যেটা কম পড়বে) জরিমানা দিতে হবে।
ক্যাশ ট্র্যাঞ্জাকশানের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। মাসে তিনটি ক্যাশ ডিপোজিট ফ্রি। তবে তার মোট অঙ্ক ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এরপর প্রতি ট্রানজ্যাকশনে ১৫০ টাকা বা প্রতি ১,০০০ টাকায় ৩.৫০ টাকা (যেটা বেশি) চার্জ হবে। আবার যদি কারও এই দু'টিই সীমা পেরিয়ে যায়, সেক্ষেত্রে বেশি চার্জ প্রযোজ্য। থার্ড পার্টির ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ২৫,০০০ টাকা জমা করা যাবে।
চেক রিটার্ন ফি: আউটওয়ার্ড রিটার্নে ২০০ টাকা, ইনওয়ার্ড রিটার্নে ৫০০ টাকা।
অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশি
HDFC Bank, SBI সহ অন্যান্য ব্যাঙ্কের থেকেই এটা বেশি। HDFC ব্যাঙ্কে মেট্রো ব্রাঞ্চে মিনিমাম ব্যালেন্স ১০,০০০ টাকা, সেমি-আর্বানে ৫,০০০, গ্রামে ২,৫০০ টাকা। SBI ২০২০ সালেই ন্যূনতম ব্যালান্সের নিয়ম তুলে দিয়েছে। অধিকাংশ ব্যাঙ্কেই সাধারণত মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স ২,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যেই রাখা হয়।
কাদের উপর প্রভাব পড়বে?
যাঁরা আগে থেকেই ICICI ব্যাঙ্কের গ্রাহক, তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। তবে নতুন গ্রাহকদের ক্ষেত্রে ১ অগাস্ট থেকে এই নিয়ম প্রযোজ্য। বিশ্লেষকদের মতে, বেশি আয়ের গ্রাহকদের লক্ষ্য করেই এই পদক্ষেপ। এ ধরনের গ্রাহকরাই সাধারণত বীমা, বিনিয়োগ, ব্রোকারেজ ইত্যাদি পরিষেবায় আগ্রহী হন। ফলে ৫০ হাজারের উপর ব্যালেন্স থাকে এমন গ্রাহকদের সংখ্যা বাড়ালে সেক্ষেত্রে সুবিধা হবে বলেই সম্ভবত ভাবছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
খবরটি হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন।