New Rajdhani Express: এবার মিজোরাম থেকেও রাজধানী এক্সপ্রেস, স্টপেজ পাচ্ছে এনজেপিও

New Rajdhani Express: সৈরাং থেকে দিল্লি। দীর্ঘ ২৫১০ কিলোমিটার পথ পাড়ি দেবে নতুন রাজধানী এক্সপ্রেস। ট্রেন নম্বর ২০৫০৭। যাত্রা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রতি শুক্রবার বিকেল ৪টে ৩০ মিনিটে সৈরাং স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন, পৌঁছবে রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে, আনন্দবিহার টার্মিনালে। যাত্রাপথে সময় লাগবে মোট ৪২ ঘণ্টা ২০ মিনিট।

Advertisement
এবার মিজোরাম থেকেও রাজধানী এক্সপ্রেস, স্টপেজ পাচ্ছে এনজেপিওএবার মিজোরাম থেকেও রাজধানী এক্সপ্রেস, স্টপেজ পাচ্ছে এনজেপিও

New Rajdhani Express: আরও একটি রাজ্যের রাজধানী এবার সরাসরি যুক্ত হতে চলেছে দেশের রাজধানীর সঙ্গে। এবার মিজোরাম। দেশের উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য থেকে সরাসরি রাজধানী এক্সপ্রেস পৌঁছে যাবে দিল্লিতে। আধুনিক রেলপরিকাঠামোর ছোঁয়ায় তৈরি ব্যারাবি–সৈরাং রেলপথ ধরে চলবে এই নতুন ট্রেন। সবুজ পতাকা দেখিয়ে যার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সৈরাং থেকে দিল্লি। দীর্ঘ ২৫১০ কিলোমিটার পথ পাড়ি দেবে নতুন রাজধানী এক্সপ্রেস। ট্রেন নম্বর ২০৫০৭। যাত্রা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। প্রতি শুক্রবার বিকেল ৪টে ৩০ মিনিটে সৈরাং স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন, পৌঁছবে রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে, আনন্দবিহার টার্মিনালে। যাত্রাপথে সময় লাগবে মোট ৪২ ঘণ্টা ২০ মিনিট।

এই নতুন রেলপথ নির্মাণে খরচ হয়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। মাত্র ৫১.৩৮ কিমি দৈর্ঘ্যের ব্যারাবি-সৈরাং লাইনে রয়েছে ৪৮টি সুড়ঙ্গ, ৫৫টি বড় সেতু এবং ৮৭টি ছোট সেতু। এক একটি সেতু যেন প্রকৌশলের নিদর্শন। একটি সেতুর উচ্চতা ১০৪ মিটার। পাহাড়ি ভূখণ্ডে এমন পরিকাঠামো তৈরি নিঃসন্দেহে রেল ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লাইনে ঘণ্টায় ১০০ কিমি গতিবেগে ট্রেন ছুটতে পারবে বলে জানিয়েছে রেল।

১৩ সেপ্টেম্বর এই রুটে চলবে ট্রায়াল রান। সেই ট্রেনকেই সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি।

ফেরার পথে ট্রেন নম্বর ২০৫০৮ রাজধানী এক্সপ্রেস ছাড়বে প্রতি রবিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে, আনন্দবিহার থেকে। মঙ্গলবার দুপুর ৩টা ১৫ মিনিটে পৌঁছবে সৈরাং। তবে রেলের অফিসিয়াল ওয়েবসাইটে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফেরার নির্দিষ্ট সময়সূচি এখনও প্রকাশিত হয়নি।

এই ট্রেনে থাকছে মোট ২০টি কোচ। ১টি ফার্স্ট এসি, ৪টি সেকেন্ড এসি, ১২টি থার্ড এসি, ১টি প্যান্ট্রি কার, এবং ২টি ব্রেকভ্যান। ভাড়া নির্ধারিত হয়েছে ৩AC-৩৬২৫ টাকা, ২AC-৪৮২০ টাকা এবং ১AC-৭৮৯০ টাকা।

কোন কোন স্টেশনে ট্রেন থামবে
নতুন এই ট্রেন থামবে মোট ১৯টি স্টেশনে। ব্যারাবি, হাইলাকান্দি, বদরপুর, নিউ হাফলং, হোজাই, গुवাহাটি, রঙ্গিয়া, বারপেটা রোড, নিউ বঙাইগাঁও, নিউ কুচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর, পাটনা, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, কানপুর সেন্ট্রাল এবং শেষ স্টপ আনন্দবিহার।

Advertisement

১৯৬৯ সালে দেশের প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল হাওড়া থেকে দিল্লি রুটে। উদ্দেশ্য ছিল, বিভিন্ন রাজ্যের রাজধানীকে দ্রুততম রেলপথে কেন্দ্রীয় রাজধানীর সঙ্গে যুক্ত করা। তারপর থেকে আজ পর্যন্ত রাজধানী এক্সপ্রেস মানেই গতি, আরাম ও পরিষেবার প্রতীক।

বর্তমানে দেশে চলাচলকারী ২৫টি রাজধানী ট্রেনের তালিকায় নতুন সংযোজন এই সৈরাং-দিল্লি রুট। শেষবার ২০১৯ সালে মুম্বই সিএসএমটি-দিল্লি রুটে চালু হয়েছিল নতুন রাজধানী এক্সপ্রেস।

এই নতুন সংযোগ নিঃসন্দেহে মিজোরামের মানুষের জন্য এক নতুন দিগন্তের সূচনা। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের যোগসূত্র আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেল পরিষেবার এই সম্প্রসারণ একদিকে যেমন যাতায়াতের পথ সহজ করবে, তেমনই বাণিজ্য ও পর্যটনেও এনে দিতে পারে গতি।

 

POST A COMMENT
Advertisement