scorecardresearch
 

Money Saving Tips : খরচের ঠেলায় নাজেহাল? এই ৭ উপায়ে সাশ্রয় করে হোন সঞ্চয়ী

How To Save Money : হাতোগোনা টাকায় পরিবারের সমস্ত খরচ চালিয়ে বাড়তি কোনও কিনিস কেনার মতো ক্রয় ক্ষমতা অনেকেরই থাকে না। এমনকী ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনীয় সেভিংসটাও করতে পারেন না অনেকে। এক্ষেত্রে উপায় একটাই, খরচ বাঁচানো। কিন্তু সেটা কীভাবে সম্ভব? সেই বিষয়েই কিছু টিপস দেওয়া হবে এই প্রতিবেদনে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • নিত্যদিনের জীবনে বাড়ছে খরচ
  • সাশ্রয় করা খুবই কঠিন
  • সেভিংসের কিছু টিপস রইল

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে হিমশিম প্রায় বেশিরভাগ মানুষই। হাতোগোনা টাকায় পরিবারের সমস্ত খরচ চালিয়ে বাড়তি কোনও কিনিস কেনার মতো ক্রয় ক্ষমতা অনেকেরই থাকে না। এমনকী ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনীয় সেভিংসটাও করতে পারেন না অনেকে। এক্ষেত্রে উপায় একটাই, খরচ বাঁচানো। কিন্তু সেটা কীভাবে সম্ভব? সেই বিষয়েই কিছু টিপস দেওয়া হবে এই প্রতিবেদনে। 

বাজেট ছাড়া ব্যয় করুন
নিজের খরচ পরিচালনার জন্য একটি বাজেট থাকা প্রয়োজন। এটি আপনাকে আপনার ব্যয়ের উপর একটি রাশ ধরে রাখতে সহায়তা করে এবং অতিরিক্ত ব্যয় যাতে না হয় তা নিশ্চিত করে। তাই আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখার চেষ্টা করুন এবং প্রতিটি খাতে ঠিক কতো টাকা ব্যয় করবেন তা মাসের শুরুতেই প্ল্যান করে ফেলুন।

অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা
নিজের খরচের তালিকার দিকে তাকান এবং কোথায় কাটাছাঁট করতে পারেন তা চিহ্নিত করুন। উদাহরণস্বরূপ, আপনি যে সাবস্ক্রিপশনগুলি ব্যবহার করেন না, সেগুলি বন্ধ করুন। দামি ব্র্যান্ডের পরিবর্তে তুলনামূলক সস্তা বা সাধারণ কোনও ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন।

পরিকল্পনা করে কেনাকাটা করুন
আপনি কী কিনতে চান তা পরিকল্পনা করে করুন। যা যা অবশ্যই প্রয়োজন তা তালিকায় যোগ করুন। সঙ্গে যেগুলি না কিনলেও চলবে, সেগুলি তালিকা থেকে বাদ দিন। মনে রাখবেন, সঠিকভাবে পরিকল্পনা ছাড়া কোনও জিনিস কিনবেন না। এভাবে নিজের কষ্টার্জিত টাকা বাঁচাতে পারেন।

দাম তুলনা করুন
প্রথমবার দেখেই কোনও জিনিস কিনবেন না। একই জিনিস একাধিক দোকানে দর করুন। এমনকী অনলাইনেও খোঁজ নিয়ে দেখতে পারেন। তারপর যেখানে মনে হবে তুলনামূলক কমদামে ভাল জিনিস পাচ্ছেন, সেখান থেকে কিনুন। তাতে টাকাও বাঁচবে, জিনিসটিও টেকসই হবে।

বড় টাকা খরচ করার আগে চিন্তা করুন
ব্যয়বহুল আইটেম জন্য বিকল্প চিন্তা করুন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কেনার পরিবর্তে ভাড়া নেওয়া বা নতুনের পরিবর্তে সেকেন্ড হ্যান্ডও জিনিসও কিনতে পারেন। আর আজকাল তার জন্য অনলাইনেও অনেক প্ল্যাটফর্ম রয়েছে।

Advertisement

ডিসকাউন্ট এবং কুপন চেক করুন
কেনাকাটা করার পাশাপাশি ডিসকাউন্ট এবং কুপনও চেক করুন। আজকাল অনেক ক্রেডিট কার্ড টাকা বাঁচাতে বিভিন্ন ডিল অফার করে। সেগুলির সঙ্গে রিফুয়েলিং করেও অর্থ সাশ্রয় করতে পারেন। 

জরুরি ফান্ড
ভবিষ্যৎ খরচের পরিকল্পনা করতে ভুলবেন না। জরুরি অবস্থা, অবসর বা অন্যান্য ভবিষ্যতের খরচের জন্য সঞ্চয় করা শুরু করুন। এভাবে অর্থ সাশ্রয় ও সঞ্চয় করুন।

 

Advertisement