SIP করিয়ে প্রতিমাসে ১ লক্ষকোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন। তবে শুধু স্বপ্ন দেখলেই তো চলবে না। সেই মতো করতে হবে বিনিয়োগ। এক্ষেত্রে প্রতিমাসে অল্প অল্প কিছু টাকা জমিয়েই আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি। ভাবছেন কেন এমনটা বলছি? তাহলে শুনুন প্রতিমাসে মাত্র জমান ১০ হাজার টাকা। তাতেই মিলতে পারে ২৫ কোটি টাকা। পাশাপাশি প্রতিমাসে ১ লক্ষ টাকা করে বের করতে পারবেন। আর এটা নিয়মিত SIP-এর মাধ্যমেই সম্ভব।
বিশেষত, যাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে, তাঁদের জন্য এটা হল গোল্ডেন টাইম। তাঁরা যদি এখন থেকে যদি ঠিকঠাক বিনিয়োগ শুরু করে দেন, তাহলে ৬০ বছরে পৌঁছে একগাদা টাকা পাবেন। কোনওদিনও অর্থ সংকট হবে না।
SIP ম্যাজিক নয়
একটা কথা মাথায় রাখবেন, SIP ম্যাজিক নয়। তবে আপনি কম বয়স থেকে যদি প্রতিমাসে ১০ হাজার টাকা করে SIP করতে পারেন, তাহলেই কেল্লাফতে। ৬০ বছর বয়সে গিয়ে পাবেন একটা বড় অঙ্কের টাকা। যাতে আপনার অবসর জীবন একবারে স্বাচ্ছন্দে চলে যাবে।
কত টাকা করতে হবে ইনভেস্ট?
আপনাকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে ইনভেস্ট করতে হবে। তাতে ৩০ বছর পর্যন্ত যদি বিনিয়োগ করেন, ততে মোট ৩৬ লক্ষ টাকা আপনি জমাবেন। হিসেবটা হল, ১০০০০* ১২ মাস * ৩০ বছর।
আর এই টাকা জমিয়েই আপনি ভাল পরিমাণ রিটার্ন পাবেন। যার ফলে কোনওভাবেই আপনার হাতে টাকার হবে না।
কত টাকা রিটার্ন পাবেন?
আপনি যদি প্রতিবছর মাত্র ১০ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে পাবেন ২.২৮ কোটি টাকা। এর অর্থ হল আপনি ৩৬ লক্ষ টাকা বিনিয়োগ করে ১.৯২ কোটি টাকা পাবেন। আর এই রিটার্নটা কিন্তু ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেক ভাল।
এ বার আপনি যদি ১২ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে পাবেন ৩.৫৩ কোটি টাকা ৩০ বছর পর। এক্ষেত্রে ৩৬ লক্ষ টাকা ইনভেস্টেমেন্ট পাবেন ৩.১৭ কোটির লাভ। অর্থাৎ নিজের বিনিয়োগের টাকার থেকে ১০ গুণ বেশি পাবেন। আর এই পরিমাণ রিটার্ন যে কোনও মিউচুয়াল ফান্ড থেকে এখন পেতে পারেন।
১৫ পাসেন্ট রিটার্ন পেলে একবারে কোনও চিন্তাই থাকবে না। আপনি তখন পাবেন ৯.৩১ কোটি টাকা। এটাই হল লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের মজা।
আর যদি ধরা যায় আপনি ২০ পার্সেন্টের উপর রিটার্ন পেলেন। এমনটা হলে তো আপনার অর্থ পৌঁছে যাবে ২৬ কোটি টাকায়। এক্ষেত্রে আপনি যদি প্রতিমাসে ১০ লক্ষ টাকা করেও বের করেন, তাহলেও ২৬ কোটি টাকা কমবে না। বরং বাড়তেই থাকবে। আর আপনিও হাতে অনেকটাই টাকা পাবেন।
তবে পরিশেষ বলব, এই নিবন্ধ পড়ে কোথাও বিনিয়োগ করবেন না। তার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনি যেভাবে বিনিয়োগ করতে বলবেন, সেভাবেই করুন।